Dr. Hosneara Begum
Department of Bangla

Biography of Dr. Hosneara Begum

অধ্যাপক ড. হোসনে আরা বেগম
Professor Dr. Hosne Ara Begum
 
 হোসনে আরা বেগম এর জন্ম হবিগঞ্জ জেলায়।বাবা মরহুম আজিজুর রহমান পেশায় ছিলেন প্রকৌশলী, মা আনোয়ারা খাতুন। হবিগঞ্জ বি.কে.জি.সি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং হবিগঞ্জ সরকারি বৃন্দাবন কলেজ থেকে  উচ্চ মাধ্যমিক সম্পন্ন করে ভর্তি হন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা ও সাহিত্য বিভাগে।এই বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে ১৯৯৩ সালে বিসিএস পরীক্ষার মাধ্যমে প্রভাষক হিসেবে হবিগঞ্জ সরকারি বৃন্দাবন কলেজে যোগ দেন।১৯৯৬ সালে বদলি হয়ে যোগদান করেন ঢাকা সরকারি তিতুমীর কলেজের বাংলা বিভাগে। ২০০২ সালের জানুয়ারিতে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পেয়ে যোগদান করেন তৎকালীন সরকারি জগন্নাথ কলেজের বাংলা বিভাগের নৈশ শাখায়। ২০০৬ সালে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি পেয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগেই প্রেষণে যোগদান করেন।
২০০৯ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ‘বাংলাদেশের নাটক: বিষয়-চেতনা’ শীর্ষক অভিসন্দর্ভের জন্য  পিএইচ.ডি ডিগ্রি অর্জন করেন। ২০১০ সালে  বিসিএস শিক্ষা ক্যাডারের চাকুরি ছেড়ে সরাসরি নিয়োগের মাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে সহযোগী অধ্যাপক পদে যোগদান করেন।২০১২ সালে অধ্যাপক পদে পদোন্নতি পান। ২০১৩ সালের নভেম্বর থেকে ২০১৬ সালের নভেম্বর পর্যন্ত বাংলা বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। এছাড়াও ২০১৩ সালের আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফাইন আর্টস এন্ড গ্রাফিক্স (বর্তমানে চারুকলা বিভাগ) বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।
 
স্কুলজীবন থেকেই লেখালেখি করতেন দেয়াল পত্রিকা এবং লিটল ম্যাগাজিনে। স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় থেকেই নিয়মিত উপস্থিত বক্তৃতা, বিতর্ক,কবিতা আবৃত্তি করতেন।ছড়া, ছোটগল্প ও প্রবন্ধসহ এপর্যন্ত প্রকাশিত গ্রন্থের সংখ্যা নয়টি।লেখালেখি করেন হোসনে আরা জলী নামে । সমসাময়িক বিষয় নিয়ে কবিতা লিখেন। এছাড়া লিখছেন গান।পশ্চিমবঙ্গের রাঘব চট্টোপাধ্যায় এবং সুদেষ্ণা গাঙ্গুলিসহ বাংলাদেশের অনেক খ্যাতিমান শিল্পী তাঁর লেখা গানে কণ্ঠ দিয়েছেন।
১৯৯৯ সালে তাঁর লেখা গানে প্রথম কণ্ঠ দেন জনপ্রয়ি কণ্ঠশিল্পী পার্থ বড়ুয়া। ২০০০ সালে তাঁর লেখা নাইওরী টেলিফিল্মের  থিম সং এ সুজেয় শ্যামের সুর ও সংগীতে  কণ্ঠ দেন জনপ্রিয় সংগীত  শিল্পী সেলিম চৌধুরী।২০০৪ সালে সাউন্ড টেক থেকে পলাশ ও সুতপা সিনহার কণ্ঠে বের হয় মনিরুজ্জামান মনির ও তাঁর লেখা গানের ক্যাসেট ‘তুমি যদি বাজাও বাঁশি’। দীর্ঘ বিরতরি পর এখন আবার নিয়মিত গান লিখছেন।
এছাড়াও লিখেছেন বেশ কটি টেলিভিশন নাটক। 
 
 নাটক:
১. কলমি লতা , বাংলাদেশ টেলিভিশন, ২০০৩ (পরিচালনা- চয়নিকা চৌধুরী)
২. মায়াজাল,এন টিভি, ২০০৭ (পরিচালনা- অরুণ চৌধুরী)
৩. জায়গাসুদ্ধ বাড়ি, একুশে টিভি,২০১৩ (পরিচালনা- চয়নিকা চৌধুরী)