ব্যাংক এশিয়ার বিশ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় রানার্স আপ হয়েছেন ‘জগন্নাথ ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (জেএনইউডিএস)। দুইদিন ব্যাপি এই বিতর্ক প্রতিযোগিতায় মোট ৮টি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় অনুষদ মিলনায়তনে অনুষ্ঠিত গ্র্যান্ড ফাইনালে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় বিতার্কিক দল মুখোমুখি হন। ফাইনালে ‘খেলাপী ঋণের জন্য উচ্চ সুদহারই দায়ী’ শীর্ষক বিতর্কে জগন্নাথ বিশ্ববিদ্যালয় বিতার্কিক দল রানার্সআপ হওয়ার গৌরভ অর্জন করেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয় বিতার্কিক দলের সদস্যরা হলেন, মুহাম্মদ জুনাইদ হোসাইন, দ্বীন ইসলাম, বেগ শোয়াইব আহমেদ।