১৪ আগস্ট ২০২৪-বুধবার দুপুর ২টা ১৫ মিনিটে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইকরামুল হক সাজিদ সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোঃ হুমায়ুন কবীর চৌধুরী গভীর শোক প্রকাশ করছেন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরিবার মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছে।
উল্লেখ্য, গত ৪ আগস্ট তিনি মিরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেয়া অবস্থায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন এবং পরবর্তীতে সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন।
শোকবার্তা ১৪ আগস্ট ২০২৪ খ্রি. জগন্নাথ বিশ্ববিদ্যালয়
- Published
- 15 Aug, 2024