logo

Copyright ©2024 Jagannath University. All Rights Reserved

News

একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থী ইকরামুল হক সাজিদের নামাজে জানাযা ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অনুষ্ঠিত হয়

  • Published
  • 15 Aug, 2024

১৪ আগস্ট ২০২৪-বুধবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইকরামুল হক সাজিদ সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তাঁর নামাজে জানাযা রাত ৮টা ৪৫ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অনুষ্ঠিত হয়।

ইকরামুল হক সাজিদের নামাজে জানাযায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোঃ হুমায়ুন কবীর চৌধুরী, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যানবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থীসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কবৃন্দ এবং আরো অনেকে অংশগ্রহণ করেন।

তাকে তাঁর গ্রামের বাড়ি টাঙ্গাইল জেলার সখিপুর উপজেলায় অবস্থিত কবরস্থানে দাফন করা হবে।

উল্লেখ্য, গত ৪ আগস্ট তিনি মিরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেয়া অবস্থায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন এবং পরবর্তীতে সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন।