logo

Copyright ©2024 Jagannath University. All Rights Reserved

News

`Democracy: From Theory to Practice` শীর্ষক ট্রেনিং প্রোগ্রামের উদ্বোধন

  • Published
  • 08 Oct, 2024

 উপাচার্য মহোদয় বক্তব্য প্রদান  করছেন

৭ অক্টোবর ২০২৪, সোমবার রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে USAID, IFES ও MGR এর সহযোগিতায় `Democracy: From Theory to Practice` শীর্ষক এক্সট্রা কারিকুলার সিভিক এডুকেশন ট্রেনিং প্রোগ্রামের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক মোঃ রেজাউল করিম, পিএইচডি।

এসময় উপাচার্য বলেন, “স্বৈরাচার সময়ের কেউ যদি বর্তমানে মনে করে জুলাই বিপ্লবে অনেক কিছু হারিয়ে ফেলেছি তবে এটা কোনো ন্যায্যতা নয় এটা হবে হীনমন্যতা। বর্তমান প্রজন্মের শিক্ষার্থীরা বাস্তব জীবনে এখনো গণতন্ত্র চর্চা করার সুযোগ পাননি। আর গণতন্ত্রের বিপক্ষ হচ্ছে স্বৈরতন্ত্র। গণতন্ত্র চর্চা সবার জীবনে জরুরি। গণতন্ত্রের দোষ ত্রুটি নাই, দোষ হচ্ছে ভুলভাবে চর্চার। তিনি আরো বলেন, “বিপ্লবোত্তর সরকার যাতে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারে সেই লক্ষ্য পূরণে সবাইকে একসাথে কাজ করতে হবে।”

রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান এবং `Democracy: From Theory to Practice` কোর্স কো-অর্ডিনেটর মোঃ মেজবাহ-উল-আজম সওদাগর এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সানজিদা ফারহানা।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিভাগের সহকারী অধ্যাপক আল আমিন।

এসময় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষকবৃন্দসহ উক্ত কোর্সের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য উক্ত কোর্সটিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ৫০ জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন।