logo

Copyright ©2024 Jagannath University. All Rights Reserved

News

`Basic Awareness of Jagannath University Rules` শীর্ষক ট্রেনিং

  • Published
  • 08 Oct, 2024

উপাচার্য মহোদয় এর সাথে ট্রেনিং-এ অংশগ্রহণকারীবৃন্দ

৭ অক্টোবর ২০২৪, সোমবার IQAC, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আয়োজনে সিএসই কনফারেন্স রুমে `Basic Awareness of Jagannath University Rules` শীর্ষক ট্রেনিং এর উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক মোঃ রেজাউল করিম, পিএইচডি।

এসময় উপাচার্য বলেন, “সময়ানুবর্তিতার মাধ্যমেই আমাদের নিজেদের ও সমাজের গতি নিয়ন্ত্রিত হয়। বিশ্ববিদ্যালয়ের লিভ রুলস ও ফিন্যান্সিয়াল রুলস বিষয়ে যে ট্রেনিং দেওয়া হবে অংশগ্রহণকারী সবার উপকারে আসবে।”

IQAC, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিচালক অধ্যাপক ড. আইন-উল হুদার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো: সরোয়ার আলম এবং মডারেটর হিসেবে ছিলেন অতিরিক্ত পরিচালক ড. মো: রফিকুল ইসলাম।

অনুষ্ঠানের টেকনিক্যাল সেশনের প্রথমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের `Leave Rule` বিষয়ে রিসোর্স পার্সন হিসেবে সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোস্তফা হাসান এবং শেষে `Financial Rules and Regulations` বিষয়ে রিসোর্স পার্সন হিসেবে বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ মঞ্জুর মুর্শেদ ভূঁইয়া বিস্তারিত আলোচনা করেন। আজকের ট্রেনিং-এ বিভিন্ন বিভাগের প্রভাষকবৃন্দ অংশগ্রহণ করেন।