logo

Copyright ©2024 Jagannath University. All Rights Reserved

News

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসে উপাচার্য মহোদয়ের সাথে স্থানীয় জনসাধারণের মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • Published
  • 17 Oct, 2024

উপাচার্য মহোদয় প্রাপ্ত নতুন সড়কে বৃক্ষরোপন করেন

১৪ অক্টোবর ২০২৪, সোমবার কেরানীগঞ্জের তেঘরিয়ায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসে উপাচার্য অধ্যাপক মোঃ রেজাউল করিম, পিএইচডি-এর উপস্থিতিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে স্থানীয় জনসাধারণের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় নতুন ক্যাম্পাসের চলমান কার্যক্রম এবং ভবিষ্যৎ করণীয় সম্পর্কিত বিভিন্ন আলোচনা হয়।

এসময় পদ্মাসেতু রেল লিঙ্ক প্রকল্পের প্রকল্প পরিচালক প্রকৌশলী মোঃ আফজাল হোসেন আনুষ্ঠানিকভাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এর দ্বিতীয় ক্যাম্পাসের দক্ষিণ দিকের মূল প্রবেশ পথ (রেল মন্ত্রণালয় কর্তৃক অধিগ্রহণকৃত ভূমিতে অবস্থিত কেরানীগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে জবি নতুন ক্যাম্পাসের দক্ষিণ দিক দিয়ে কৃষ্টনগর পোড়াহাটি পর্যন্ত মাটির সার্ভিস রোড যার দৈর্ঘ্য আনুমানিক প্রায় ১.৫ কিলোমিটার) জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ সাধারণ জনগণের ব্যবহারের বিষয়ে রেল মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনাপত্তি পত্র প্রদান করার কথা জানান। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পদ্মাসেতু রেল লিঙ্ক কর্তৃপক্ষসহ রেল মন্ত্রণালয়-কে ধন্যবাদ জ্ঞাপন করেন। এতে স্থানীয় জনতা তাদের উচ্ছ্বাস প্রকাশ করেন।

সভায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যানবৃন্দ, শিক্ষকবৃন্দ, রেজিস্ট্রার, প্রক্টর, পরিচালক (ছাত্রকল্যাণ), পরিবহণ প্রশাসক এবং প্রধান প্রকৌশলীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।