২৮ অক্টোবর, ২০২৪ ইং তারিখ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সাবিনা শরমীন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ ও প্রথম নারী ট্রেজারার হিসেবে যোগদান করেন।
২৭/১০/২০২৪ ইং তারিখ মহামান্য রাষ্ট্রপতি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর-এর অনুমোদনক্রমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখার এক অফিস আদেশের মাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন, ২০০৫ এর ১২(১) ধারা অনুযায়ী তাঁকে ট্রেজারার পদে পরবর্তী চার বছরের জন্য নিয়োগ প্রদান করা হয়।
অধ্যাপক ড. সাবিনা শরমীন-এর সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত:
অধ্যাপক ড. সাবিনা শরমীন ১৯৭৫ সালের ২৮ ডিসেম্বর নড়াইল জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে কৃতিত্বের সাথে স্নাতক এবং স্নাতকোত্তর সম্পন্ন করেন এবং একই বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগ থেকে ২০১৭ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। অধ্যাপক ড. সাবিনা শরমীন ২০০৩ সালে তৎকালীন সরকারি জগন্নাথ কলেজে এবং পরবর্তীতে ২০০৮ সালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষক হিসেবে যোগদান করেন। এছাড়াও তিনি তাঁর পেশাগত জীবনে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয় এবং বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে দায়িত্ব পালন করেন। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান, একমাত্র ছাত্রী হলের প্রভোস্ট এবং বিভিন্ন কমিটিতে গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।
জাতীয় ও আন্তর্জাতিক জার্নালে প্রকাশিতসহ তাঁর উল্লেখযোগ্য সংখ্যক আর্টিকেল ও গবেষণা প্রতিবেদন রয়েছে। এছাড়াও তিনি সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে একাধিক গবেষণা প্রকল্প সম্পন্ন করেছেন। অপরাধবিদ্যা এবং সংশোধনমূলক পরিষেবা, পরিবার ও শিশু কল্যাণ, শিশু অধিকার, শিশু সামাজিকীকরণ, মা ও শিশু স্বাস্থ্য, কিশোর অপরাধ ও আইন প্রভৃতি তাঁর গবেষণার ক্ষেত্র। ব্যক্তিগত জীবনে তিনি দুই পুত্র সন্তানের জননী।
নবনিযুক্ত ট্রেজারার-কে শুভেচ্ছা ও অভিনন্দন:
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (রুটিন দায়িত্ব) অধ্যাপক ড. মুহাম্মদ মঞ্জুর মুর্শেদ ভূঁইয়া এবং বিভিন্ন অনুষদ, ইনস্টিটিউট, বিভাগ, দপ্তর, সাংবাদিক সংগঠনসমূহ এর পক্ষ থেকে নবনিযুক্ত ট্রেজারার মহোদয়কে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।