logo

Copyright ©2024 Jagannath University. All Rights Reserved

News

বিশ্ব দর্শন দিবস ২০২৪ উপলক্ষে আলোচনা সভা এবং নবীন বরণ ও বিদায় অনুষ্ঠিত

  • Published
  • 24 Nov, 2024
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের আয়োজনে বিশ্ব দর্শন দিবস ২০২৪ উপলক্ষে আলোচনা সভা এবং শিক্ষার্থীদের ১৪তম ব্যাচের বিদায় ও ১৯তম ব্যাচের নবীন বরণ অদ্য (২৪ নভেম্বর ২০২৪-রবিবার) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোঃ রেজাউল করিম, পিএইচডি বলেন, “দর্শনের দুটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে নীতিগত দিক ও বাস্তবিক দিক। জীবনের যেকোনো সিদ্ধান্তে উপনীত হওয়ার জন্য দর্শনের উপযোগিতা রয়েছে। দার্শনিকদের বিভিন্ন মতবাদ সমাজের বিভিন্ন স্তরে আমাদের আলোড়িত করে থাকে।”
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ হাফিজুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন বলেন, “নবীন শিক্ষার্থীরা যে বিষয়েই ভর্তি হোক না কেন প্রথম থেকেই সে বিষয়টাকে ভালোবাসতে হবে, তাহলেই তারা জ্ঞানার্জনের পাশাপাশি আশানুরূপ ফলাফল করতে পারবে। আর বিদায়ী শিক্ষার্থীদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাথে সব সময় আত্মিক সম্পর্ক থাকবে।”
প্রধান আলোচক হিসেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মানস চৌধুরী দর্শন শাস্ত্রের উপর ভিত্তি করে ‘উল্লাস ও সংশ্লেষ’ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। অনুষ্ঠান উদ্‌যাপন কমিটির আহবায়ক অধ্যাপক ড. সিদ্ধার্থ শংকর জোয়ার্দ্দার স্বাগত বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠানের শুরুতে বিশ্ব দর্শন দিবস উপলক্ষে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি র‌্যালি পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে। এছাড়াও দর্শন বিভাগের অভ্যন্তরীণ ইনডোর প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।