জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের আয়োজনে শিক্ষার্থীদের ১৪তম ব্যাচের বিদায় ও ১৯তম ব্যাচের নবীন বরণ অদ্য (২৫ নভেম্বর ২০২৪-সোমবার) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোঃ রেজাউল করিম, পিএইচডি বলেন, “ইতিহাস চর্চা আমাদের জীবনে ওতপ্রোতভাবে জড়িত। ইতিহাস নিয়ে তর্ক বিতর্ক থাকতে পারে। দেশ ও জাতির কল্যাণে সঠিক ও বস্তুনিষ্ঠ ইতিহাস উদ্ধার করতে তোমাদের সচেষ্ট থাকতে হবে।”
তিনি আরো বলেন, “বিদায়ী শিক্ষার্থীরা যেন কর্মজীবনে প্রবেশ করে সফলতা অর্জন করতে পারে। আর নবীন শিক্ষার্থীদের ভালো মন্দ বিবেচনা করে চলতে হবে, একইসাথে জীবনের অগ্রধিকারের বিষয়গুলো খুঁজে বের করতে হবে তাহলেই তারা এগিয়ে যাবে।”
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক ড. শহীদ কাদের চৌধুরী এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. হোসনে আরা বেগমসহ ইতিহাস বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দ।
আমন্ত্রিত বক্তা হিসেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ গোলাম রব্বানী জুলাই গণঅভ্যুত্থান নিয়ে বিশেষ পর্যবেক্ষন তুলে ধরেন এবং আমাদের জাতীয় জীবনে ৩৬ জুলাই গণঅভ্যুত্থানের মহিমায় বিভিন্ন প্রত্যাশা নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠান উদ্যাপন কমিটির আহবায়ক ড. নাছির আহমাদ শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন।
এছাড়াও ইতিহাস বিভাগের বিদায়ী শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট বিতরণ করা হয় এবং নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।