logo

Copyright ©2024 Jagannath University. All Rights Reserved

News

বিএনসিসি ক্যাডেটদের পদোন্নতি, দায়িত্ব হস্তান্তর, পুরস্কার বিতরণী ও বিদায় অনুষ্ঠিত

  • Published
  • 26 Nov, 2024

অদ্য (২৫ নভেম্বর ২০২৪-সোমবার) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের (বিএনসিসি) ক্যাডেটদের পদোন্নতি, দায়িত্ব হস্তান্তর, পুরস্কার বিতরণী ও বিদায় আয়োজিত হয়।

সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে উপাচার্য অধ্যাপক মোঃ রেজাউল করিম, পিএইচডি-কে গার্ড অব অনার প্রদানের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। পরবর্তীতে উপাচার্য মহোদয় ও ট্রেজারার মহোদয় নব পদমর্যাদাপ্রাপ্ত ক্যাডেটদের কর্পোরাল ও ল্যান্স কর্পোরাল র‌্যাঙ্ক ব্যাচ পরিয়ে দেন। এসময় ২২তম নতুন ব্যাচের ক্যাডেট ইনচার্জ হিসেবে সার্জেন্ট তৌফিক হোসেন-কে দায়িত্ব প্রদান করা হয় এবং ২১তম বিদায়ী ক্যাডেটদের ক্রেস্ট প্রদান করা হয়।

দুপুরে উপাচার্য মহোদয়ের কনফারেন্স রুমে বিএনসিসি কর্তৃক আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং বিদায়ী ২১তম ব্যাচ-কে সংবর্ধনা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক মোঃ রেজাউল করিম, পিএইচডি বলেন, “ক্যাডেটরা অনেকদিন ধরে একসাথে বিভিন্ন কর্মকাণ্ডে অংশ নেওয়ার মাধ্যমে নিজেদের মাঝে পারস্পরিক সৌহাদ্যপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছে-যা অনন্য। আমাদের অনেক সীমাবদ্ধতা রয়েছে তারপরও যেসকল বিষয় সক্ষমতার মধ্যে আছে তা পূরণ করা হবে। বিএনসিসি’র মাধ্যমে তোমরা জীবনে ডিসিপ্লিন শিখতে পেরেছ যা ভবিষ্যতে তোমাদের অনেক সুযোগ তৈরি করে দিবে।”

বিশেষ অতিথি বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন বলেন, “সংগঠনের প্রতি ভালোবাসার নিদর্শন তোমাদের আবেগ দিয়ে বুঝিয়ে দিলে। বিভিন্ন সীমাবদ্ধতার মধ্যে থেকেও তোমরা বিশ্ববিদ্যালয়ের যেকোনো দায়িত্ব নিবীড়ভাবে পালন করায় আমরা সবসময় তোমাদের কাছে কৃতজ্ঞ।”

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি কন্টিনজেন্ট এর কোম্পানি কমান্ডার ও অফিসার ইনচার্জ পিইউও ড. আতিয়ার রহমান এর সার্বিক তত্ত্বাবধায়নে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পিইউও সাজিয়া আফরিন, পিইউও আবু হানিফ সরকার এবং পিইউও শফিকুল ইসলাম।