জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের আয়োজনে শিক্ষার্থীদের ১৪তম ব্যাচের বিদায় ও ১৯তম ব্যাচের নবীন বরণ অদ্য (২৭ নভেম্বর ২০২৪-বুধবার) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “অবকাঠামোগতভাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে দেখলে যে কেউই আশাহত হয়। শত প্রতিবন্ধকতা ও সীমাবদ্ধতায় থেকেও আমাদের সক্ষমতার মধ্য দিয়ে তোমাদেরকে সর্বোচ্চটা দেয়ার চেষ্টা করবো। আর কারো সাথে সংঘর্ষে না জড়িয়ে সবসময় সহযোগিতার হাত বাড়িয়ে দিবে, তাহলেই সুন্দর ভবিষ্যৎ রচনা করতে পারবে। ”
বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “ তোমরা যা অর্জন করেছ তার পেছনে দেশের ও বিশ্ববিদ্যালয়ের অবদান রয়েছে। দেশ ও জাতির কল্যাণে এবং শান্তিপূর্ণ সমাজ গড়ায় নিজেকে নিয়োজিত রাখবে। গতানুগতিক ধারায় অতীত ঐতিহ্যের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনকে বিচার করলে হবে না। সততা, ন্যায্যতা ও সর্বোচ্চ চ্যালেঞ্জের মাধ্যমে বর্তমান প্রশাসন কাজ করে যাবে।”
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের পরিচালক দেবাশিস বিশ্বাস এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. হোসনে আরা বেগমসহ উক্ত ইনস্টিটিউটের অন্যান্য শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠান উদ্যাপন কমিটির আহবায়ক অধ্যাপক ড. প্রতিভা রানী কর্মকার শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন।
এছাড়াও আধুনিক ভাষা ইনস্টিটিউটের বিদায়ী শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট বিতরণ করা হয় এবং নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।