জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি এর আয়োজনে ৯ জানুয়ারি ২০২৫-বৃহস্পতিবার সিএসই বিভাগের ভার্চুয়াল কনফারেন্স রুমে তিনদিন ব্যাপি ‘সাইবার সিকিউরিটি এসেনসিয়ালস: সিকিউরিং ই- মেইল এন্ড সোশ্যাল মিডিয়া’ শীর্ষক ট্রেনিং এর সমাপনী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোঃ রেজাউল করিম, পিএইচডি।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি এর পরিচালক অধ্যাপক ড. মোঃ আবু লায়েক এর সভাপতিত্বে ট্রেনিং এ কী-নোট স্পিকার হিসেবে ছিলেন ওডব্লিউএএসপি বাংলাদেশ চ্যাপ্টারের চেয়ার ও কিউএ প্রো লিমিটেডের সিইও মোঃ জাহাঙ্গীর আলম।
মডারেটর হিসেবে ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ও আইকিউএসি এর অতিরিক্ত পরিচালক মোঃ মেজবাহ-উল-আজম সওদাগর। অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন উক্ত প্রোগ্রামের কো-অর্ডিনেটর আইকিউএসি এর সহকারী পরিচালক তাহসিনা ফারহান।
তিনদিন ব্যাপি ট্রেনিং এর বিভিন্ন সময়ে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।