logo

Copyright ©2024 Jagannath University. All Rights Reserved

News

‘জেএনইউ ক্লাস মনিটরিং সিস্টেম (সিএমএস)’ সফটওয়্যার চালুর সিদ্ধান্ত

  • Published
  • 12 Jan, 2025
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ৯ জানুয়ারি ২০২৫-বৃহস্পতিবার ‘জেএনইউ ক্লাস মনিটরিং সিস্টেম (সিএমএস)’ সফটওয়্যার চালুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এ উপলক্ষে একটি সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোঃ রেজাউল করিম, পিএইচডি সফটওয়্যারটির উন্মোচন করেন।
বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ এবং বিভিন্ন বিভাগের চেয়ারম্যানদের উপস্থিতিতে সফটওয়্যারটি উন্মোচন করা হয় এবং এর কার্যক্রম চালুর সিদ্ধান্ত নেয়া হয়।
‘জেএনইউ ক্লাস মনিটরিং সিস্টেম (সিএমএস)’ সফটওয়্যারের মাধ্যমে প্রতিদিনের ক্লাস রুটিন অনুযায়ী ক্লাস পরিচালনার কার্যক্রম পর্যবেক্ষণ করা সম্ভব হবে। প্রতিটি বিভাগের চেয়ারম্যান ক্লাস রুটিন সফটওয়্যারে আপলোড করবেন এবং সেমিস্টার প্রতিনিধিরা (সিআর) প্রতিদিন ক্লাসের তথ্য সফটওয়্যারে প্রদান করবেন। এসব তথ্যের ভিত্তিতে জানা যাবে রুটিনমাফিক নিয়মিতভাবে ক্লাস হচ্ছে কি না।
এছাড়াও, বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের উপস্থিতি মনিটরিং এর জন্য শীঘ্রই একটি সফটওয়্যার চালু করার পরিকল্পনা রয়েছে। এই সফটওয়্যার বাস্তবায়নের মাধ্যমে কর্মস্থলে নির্ধারিত সময়ে উপস্থিতি নিশ্চিত করা যাবে।