Biography of Dr. Md. Abul Hossen, MSW (Carleton, Canada), Ph.D. (Laurier, Canada).
Short CV (English)
IDRC (International Development Research Centre, Canada) Doctoral Research Award winner Abul Hossen is a professor at Jagannath University, Bangladesh has received his BSS (1st Class 2nd position) and MSS (1st Class 1st position) from Dhaka University, Bangladesh. He earned another Masters from Carleton University, Canada, where he was the recipient of several fellowships and awards, such as the Ontario Home Economics Association fellowship the Violet Mclaghlin Award and the Shankar Yalaja Memorial Scholarship . He has received Ph.D from faculty of Social Work, Wilfrid Laurier University, Canada. Professor Hossen is the Founder Director of the Centre for Social Science Research and Training (CSRT), Jagannath University.
Prior to taking his current position, Dr. Hossen was a Professor at Shahjalal University, Bangladesh and he also taught as a contract academic staff at Wilfrid Laurier University, Canada. His dissertation title was “Bringing Medicine to the Hamlet: Exploring the experiences of older women who seek health care”. His doctoral research compares health inequality in Bangladesh and developing countries, will inform public policy debates concerning the structure of Bangladesh’s health care system, which faces both an aging population and increasing inequality.
Because of his extraordinary work in Ph.D level he has been awarded the “Excellence in Social Work Research Award”, 2009 from Wilfrid Laurier University. He is also the recipient of Vice Chancellor Award, 2012 from Shahjalal University. His articles on globalization, health care system, inequalities in health and gender and aging issues have been published in journals (has impact factors) such as Qualitative Health Research, Social Work in Public Health, Health Care for Women International, Social Work in Health Care, Women & Health. Professor Hossen is an assigned and regular reviewers of a number of reputed journals including ‘Austin Journal of Women's Health ’, Journal of Social Work and Public Health.’ ‘Jagannath University Journal of Social Sciences’, ‘Journal of Social Freedom’.
He has numerous research presentations at various national and international scholarly public health conferences. During the course of his decade long career, Professor Hossen has visited ten countries mostly on official assignments delivering keynote addresses, conference presentation, chairing various conferences.
He has experiences of working with a number of donors, national and international organizations including World Bank, World Health Organization, RTM international, University Grants Commission, Social Science Research Council, International Development Research Centre (Canada), City of Waterloo (Canada) etc. Currently he is working as a fellow of Social Science Research Council.
Besides ‘Our Elderly at Home and Abroad: Dignity and Despair in a Global Era’ has been published by University Grants Commission of Bangladesh, Professor Hossen’s other important publications include ‘Gendered Vulnerabilities: Women’s Health and Access to Healthcare in Bangladesh’, `Development Issues: Bangladesh Perspective (co-authored)’, `Planning and Project Development (co-authored)’. His upcoming book: `Qualitative Research: Approaches, Tools and Techniques’.
Professor Hossen serving as chairman of the Governing Body International Education College (IEC) Dhanmondi and as Member, of Academic Council, Noakhali University of Science and Technology. He is also serving as a course adviser and work as a coordinator of the social work book publication project at National University.
Short CV (Bengali)
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট থেকে বি.এস.এস (সম্মান) প্রথম শ্রেণিতে দ্বিতীয় স্থান ও এম.এস.এস. -এ প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করেন। কানাডার কার্লটন বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স অব সোশ্যাল ওয়ার্ক (এম.এস.ডব্লিউ) এবং উইলফ্রিড লরিয়ার বিশ্ববিদ্যালয় থেকে পিএইচ.ডি. ডিগ্রী সম্পন্ন করেন। ১৯৯৬ সালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন এবং ২০১১ সালে অধ্যাপক হন। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনাকালীন সময়ে সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান, একাডেমিক কাউন্সিল সদস্য, বঙ্গবন্ধু হলের প্রভোষ্ট, 'মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষকবৃ্ন্দের সংগঠন' -এর আহবায়ক এবং বঙ্গবন্ধু পরিষদ এর প্রতিষ্ঠাতা সহ-সভাপতি হিসেব দায়িত্ব পালন করেছেন।
তাঁর গবেষণা নিবন্ধসমূহ খ্যাতনামা আন্তর্জাতিক জার্নাল (ইমপেক্ট ফ্যাক্টরযুক্ত) "Qualitative Health Reseach" "Health are for Women Interantional" "Socail Work in Public Health" "Social Work in Health Care" "Journal of International Health" -এ প্রকাশিত হয়েছে। তাঁর প্রকাশিত বই সমূহ 'Gendered Vulnerabilities: Women's Health and Acess to Health Care in Bangladesh', 'উন্নয়ন প্রসঙ্গ: বাংলাদেশ প্রেক্ষিত' এবং 'পরিকল্পনা ও প্রকল্প উন্নয়ন’ বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রম অন্তর্ভূক্ত। এছাড়াও 'Our Elderly at Home and Abroad: Dignity and Health in a Global Era' শীর্ষক বইটি বিশ্ববি্দ্যালয় মঞ্জুরী মিশন কর্তৃৃক প্রকাশিত হয়েছে। অধ্যাপক হোসেন 'Austin Journal of Women's Health, USA', 'Journal of Social Work and Public Health', 'Jagannath University Journal of Social Sciences' এবং 'Journal of Social Freedom'-এর সম্পাদনা পরিষদের সদস্য হিসেবে কাজ করছেন।
গবেষণা ও প্রকাশনার ক্ষেত্রে তাঁর অবদানের স্বীকৃতি স্বরূপ অর্জন করেন উইলফ্রিড লরিয়ার বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম অনুষদের 'Excellence in Social Work Research Award' 'Ontaria Home Economics Association Scholarship' Violet Maglaghlin Scholarship' এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় 'উপাচার্য পদক'। পিএ্ইচ.ডি গবেষণার জন্য তিনি IDRC (International Development Research Centre, Canada) থেকে মর্যাদাপূর্ণ Doctoral Research Award লাভ করেন। তাঁর পিএইচ.ডি থিসিসটি একযোগে Scholars Commons, ProQuest Digital Dissertation, Psycho-Info এবং Sociological Abstract -এ প্রকাশিত হয়েছে। তিনি কানাডার উইলফ্রিড লরিয়ার বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে মাস্টার্স পর্যায়ে অধ্যাপনাসহ কানাডা, আমেরিকা অস্ট্রেলিয়ায় কনফারেন্সে পেপার উপস্থাপন করেছেন।
তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মেম্বার, মহামান্য চ্যান্সেলর কর্তৃক মনোনীত হয়ে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নির্বাচনী বোর্ডের বিশেষজ্ঞ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। জাতীয় কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট কর্তৃক মনোনীত হয়ে কর্মকর্তা নির্বাচনী বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি শহীদ জিয়াউর রহমান কলেজ,জামালপুর এবং ইন্টারন্যাশনাল এডুকেশন কলেজ, ধানমন্ডি, ঢাকা এর গভর্নিং বডির চেয়ারম্যান। জাতীয় বিশ্ববিদ্যালয় পরিচালিত কলেজ শিক্ষকদের বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের এডভাইজার এবং জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক গঠিত সমাজকর্ম বিষয়ের স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর পাঠ্যপুস্তক প্রণয়ন সংক্রান্ত বিশেষজ্ঞ প্যানেলের সমন্বয়ের দায়িত্ব পালন করছেন। সামাজিক বিজ্ঞান গবেষণা পরিষদের অর্থায়নে মাসব্যাপী 'Advanced Training On Research Methodology'-এর উপর প্রশিক্ষণ কোর্সের চীফ কোর্স কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বাংলাদেশ কাউন্সিল ফর সোশাল ওয়ার্ক এডুকেশন এর কার্যনির্বাহী পরিষদের সদস্য এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় চ্যাপ্টারের আহবায়ক।
কানাডায় অধ্যয়নকালীন সময়ে (২০০৩-১০) তিনি BDinKW Welfare Foundation এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক City of Waterloo এর অর্থায়নে পরিচালিত Immigration Partnership Council প্রোগ্রামের সমন্বয়ক, লরিয়ার গ্রাজুয়েট স্টুডেন্ট এসোসিয়েশনের কোষাধ্যক্ষ, Community Coalition on Refugee and Immigrant Concerns (CCORIC) এর কার্য নির্বাহী পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। YMCA Cross Cultural and Immigrant Services এর পক্ষে Professional Interpreter হিসেবে কাজ করেন। সমাজসেবায় অবদানের স্বীকৃতিস্বরূপ Social Innovation Research Group কর্তৃক Outstanding Services for the Community Award -এ ভূষিত হন।
'চেতনায় বঙ্গবন্ধু’ : হ্নদয়ে রবীন্দ্রনাথ, 'বঙ্গবন্ধুর দ্বিতীয় বিপ্লবের কর্মসূচি : অধরা স্বপ্ন, অবাস্তবায়িত দর্শন’, 'বঙ্গবন্ধুর শিক্ষা ভাবনা : বর্তমান পরিপ্রেক্ষিত’, 'বঙ্গবন্ধুর কৃষি ভাবনা ও বর্তমান বাংলাদেশ : ফিরে দেখা’, 'রবীন্দ্র চেতনায় গ্রামীন উন্নয়ন ও বর্তমান বাংলাদেশ’, 'একাত্তরের গণহত্যা ও যুদ্ধাপরাধীদের বিচার : নাগরিক সমাজের করণীয়’, 'বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি নজরুল ইসলামের কৃষক ও কৃষি সম্পর্কিত চিন্তাধারা', 'বঙ্গবন্ধুর হত্যাকান্ডে দেশী বিদেশী ষড়যন্ত্র : পেছন ফিরে দেখা', এবং 'জাতির জনক বঙ্গবন্ধু হত্যার সশস্ত্র প্রতিবাদ : প্রাসঙ্গিক ভাবনা’, 'বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ: বাঙালি জাতি রাস্ট্রের উন্মেষ’ তার জনপ্রিয় বাংলা প্রবন্ধসমূহের মধ্যে অন্যতম।
পিতামহ আলহাজ্ব ময়েজউদ্দিনের কাছে সঙ্গীতে হাতেখড়ি এবং জামালপুর জেলা শিল্পকলা একাডেমীতে সঙ্গীত বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেন, গড়ে তোলেন 'শাহ জামাল শিল্পী গোষ্ঠী' এবং বাংলাদেশ ও কানাডার বিভিন্ন প্রদেশে লোকসঙ্গীত পরিবেশন করে সুনাম অর্জন করেন। তিনি আন্তঃবিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক বোর্ডের সদস্য ছিলেন এবং জবি সাহিত্য ও সাংস্কৃতিক স্ট্যান্ডিং কমিটির আহবায়কের দাযিত্ব পালন করছেন। লোকসঙ্গীতের একজন একনিষ্ঠ সাধক এবং -এ ধারার প্রসারে তাঁর অবদানের স্বীকৃতি স্বরূপ ভারতের বিখ্যাত 'সুরনন্দন ভারতী ইনস্টিটিউট' (www.surnandanbharati.com) ১৩ ডিসেম্বর ২০১৮ খ্রিষ্টাব্দে কলকাতার "বিড়লা একাডেমী অব আর্টস এন্ড কালচারাল সেন্টার" -এ অনুষ্ঠিত তাদের সর্ব ভারতীয় সিলভার জুবিলী উদযাপন অনুষ্ঠানে অধ্যাপক হোসেনকে সর্বোচ্চ সম্মাননা 'লোকসুরনন্দন অ্যাওয়ার্ড' প্রদান করে।
বর্তমানে তিনি 'সেন্টার ফর সোশ্যাল সাইন্স রিসার্চ এন্ড ট্রেনিং, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের' পরিচালক, সাহিত্য সাংস্কৃতিক স্ট্যান্ডিং কমিটির আহবায়ক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি এবং সামাজিক বিজ্ঞান গবেষণা পরিষদের ফেলো হিসেবে দায়িত্ব পালন করছেন। ইতোপূর্বে তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচিত সাধারণ সম্পাদক, সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সদস্য এবং নীল দল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কার্যনির্বাহী পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।