Physical Education Centre

Physical Education Centre

 
 
ক্রীড়াই তারুণের প্রতীক। উচ্চশিক্ষা গ্রহণ করার জন্য সুস্থ দেহ ও মন থাকা আবশ্যক। আর সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই আমাদের সকলের নিয়মিত শারীরিক ব্যয়াম ও খেলাধুলা করা উচিত।
 
* জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের খেলাধুলা পরিচালনা ও ব্যবস্থাপনা করার জন্য একটি কেন্দ্রীয় ক্রীড়া কমিটি গঠন করা হয়েছে। ক্রীড়া কমিটির মাধ্যমে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা, আন্তঃবিভাগ ক্রিকেট প্রতিযোগিতা, আন্তঃবিভাগ ভলিবল প্রতিযোগিতা, আন্তঃবিভাগ অ্যাথলেটিক্স প্রতিযোগিতাসহ নানা ধরনের খেলার নিয়মিত আয়োজন করা হচ্ছে।
 
* ক্রীড়া কমিটির সহযোগিতায় ও শারীরিক শিক্ষা কেন্দ্রের সার্বিক তত্ত্বাবধানে বাংলাদেশের বিভিন্ন পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠিত বিভিন্ন আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগিতা, আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেট প্রতিযোগিতা, আন্তঃবিশ্ববিদ্যালয় ইনডোর গেমস প্রতিযোগিতায় নিয়মিতভাবে অংশগ্রহণ করছে এবং কৃতিত্বের স্বাক্ষর রেখে চলেছে।
 
* প্রতিবছর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে।
 
* এছাড়াও সম্প্রতি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে উদ্যোগে সফলভাবে আন্তঃবিশ্ববিদ্যালয় ইনডোর গেমস প্রতিযোগিতার আয়োজন করে।