Sexual Harassment Prevention Committee

মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের রিটপিটিশন নং ৫৯১৬/২০০৮-এর রায়ে বর্ণিত নির্দেশনার (৯নং অনুচ্ছেদ) আলোকে গত ১০/১২/২০২৩ খ্রি. তারিখে অনুষ্ঠিত সিন্ডিকেট-এর ৯৩-তম সভার সিদ্ধান্ত (সিদ্ধান্ত-২৪) মোতাবেক গত ৯ই মে ২০২৪ তারিখের জবি/প্রশা-২৪/২০০৭/৪৮০ সংখ্যক স্মারকমূলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়ন প্রতিরোধকল্পে গঠিত "অভিযোগ কমিটি" (Complaint Committee) নিম্নরূপভাবে পুনর্গঠন করা হলো: (জ্যেষ্ঠতার ভিত্তিতে নয়)
Serial No Name & Address Committee Designation Action
01 অধ্যাপক ড. পারভীন আক্তার জেমী, বাংলা বিভাগ, জবি আহবায়ক Click here to details
02 অধ্যাপক ড. মোহাম্মদ হাফিজুল ইসলাম, দর্শন বিভাগ, জবি সদস্য Click here to details
03 অধ্যাপক ড. ফারজানা আহমেদ, মনোবিজ্ঞান বিভাগ, জবি সদস্য Click here to details
04 অধ্যাপক ড. মাহবুবা সুলতানা, সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয় বহিঃসদস্য Click here to details
05 এডভোকেট শামীমা সুলতানা (দিপ্তি), ডেপুটি অ্যাটর্নি জেনারেল, সুপ্রিম কোর্ট, ঢাকা বহিঃসদস্য Click here to details
06 অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিন, পরিচালক, আইসিটি সেল, জবি সদস্য Click here to details
07 এডভোকেট রঞ্জন কুমার দাস, ডেপুটি রেজিস্ট্রার (আইন), রেজিস্ট্রার দপ্তর, জবি সদস্য-সচিব Click here to details