১৯ আগস্ট ২০২৪-সোমবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির উদ্যোগে কেন্দ্রীয় জামে মসজিদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ সারাদেশে শাহাদাতবরণকারী ছাত্র-জনতার রুহের মাগফিরাত এবং আহতদের আশু রোগ মুক্তি কামনা করে দোয়া মাহফিল আয়োজিত হয়।
এসময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোঃ হুমায়ুন কবীর চৌধুরী, ইনস্টিটিউটের পরিচালক, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগসমূহের চেয়ারম্যানবৃন্দ, শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদক, বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীসহ কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।