logo

Copyright ©2024 Jagannath University. All Rights Reserved

News

শহীদদের স্মরণে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘কবিতায় রক্তাক্ত জুলাই’

  • Published
  • 15 Sep, 2024

১২ সেপ্টেম্বর ২০২৪-বৃহস্পতিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদের উদ্যোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্রজনতার বিপ্লবী গণঅভ্যুথ্থানে জীবনোৎসর্গকারী শহীদদের স্মরণে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘কবিতায় রক্তাক্ত জুলাই’ শিরোনামে আবৃত্তি ও কবিতা পাঠ আয়োজিত হয়।

আবৃত্তি ও কবিতা পাঠের উদ্বোধন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোঃ হুমায়ুন কবীর চৌধুরী। এসময় জবি আবৃত্তি সংসদের ব্যবস্থাপনা উপদেষ্টা জনাব কামরুল ইসলাম জুয়েলসহ অন্যান্য শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আবৃত্তি সংসদের সাধারণ সম্পাদক মোঃ রিয়াজুল ইসলাম।

এছাড়াও জগন্নাথ বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ে উন্মুক্ত সাহিত চর্চা এবং শিক্ষার্থীদের মাঝে পাঠাভ্যাস তৈরি করার লক্ষে্য প্রতিষ্ঠা করা হয়েছে ‘উন্মুক্ত পাঠাগার’। উন্মুক্ত পাঠাগারটির উদ্বোধন করেন ট্রেজারার অধ্যাপক ড. মোঃ হুমায়ুন কবীর চৌধুরী।