১৩ নভেম্বর ২০২৪-বুধবার) একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আয়োজনে সিএসই বিভাগের ভার্চুয়াল ক্লাসরুমে শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে `U.S. EMBASSY: EXCHANGE OPPORTUNITIES` শীর্ষক গুরুত্বপূর্ণ অধিবেশন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপাচার্য অধ্যাপক মোঃ রেজাউল করিম, পিএইচডি বলেন, “এ ধরনের তথ্য নির্ভর সেশন আয়োজনের ফলে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা অনেক সমৃদ্ধ হবে। গ্লোবালাইজেশনের যুগে বিভিন্ন দেশের শিক্ষা প্রতিষ্ঠানে আবেদন প্রক্রিয়াসহ অন্যান্য তথ্য জানার জন্য আমাদের আরো দক্ষ হতে হবে। আর ধৈর্য্য ও প্রচেষ্টার মিলেই আমরা আরো উন্নত হতে পারবো।”
সেশনে মডারেটর হিসেবে ছিলেন একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শামসুন নাহার। রিসোর্স পার্সন হিসেবে ছিলেন ঢাকাস্থ U.S. Embassy এর প্রফেশনাল এক্সচেঞ্জ প্রোগ্রামের ম্যানেজার সৈয়দা কাশফিয়া চৌধুরী এবং ইয়ুথ এক্সচেঞ্জ এন্ড এলামনাই আহবায়ক মুসফিক হাসান।
অনুষ্ঠানটির শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক শেহরীন আতাউর খান।
আজকের অধিবেশনে ঢাকাস্থ U.S. Embassy কর্তৃক বিভিন্ন প্রোগ্রামে আবেদন প্রক্রিয়া বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পরবর্তীতে রিসোর্স পার্সনদের আলোচনার বিষয়ে অংশগ্রহণকারীদের প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।