১৪ নভেম্বর ২০২৪-বৃহস্পতিবার প্রার্থনা সংগীত পরিবেশনার মাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের রোভার ইন কাউন্সিল ২০২৩-২০২৪ কর্তৃক ২০২৪-২০২৫ কাউন্সিলকে দায়িত্ব হস্তান্তর ও সদস্যদের মাঝে বার্ষিক সনদ বিতরণ উপাচার্যের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক মোঃ রেজাউল করিম, পিএইচডি বলেন, “স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর মধ্যে রোভার স্কাউট গ্রুপ তাদের বিভিন্ন নিঃস্বার্থ কার্যাবলীর মাধ্যমে অন্যতম উৎকৃষ্ট উদাহরন সৃষ্টি করে যাচ্ছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপ একটি সুগঠিত ও পরিকল্পিত সংগঠন।”
জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের সম্পাদক অধ্যাপক ড. মোঃ মনিরুজ্জামান খন্দকার, এলটি এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন।
বিশেষ অতিথির বক্তব্যে ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন বলেন, “যেকোনো সংকটে স্বেচ্ছায় বিনা পারিশ্রমিকে রোভার স্কাউট গ্রুপ সততার সাথে কাজ করে থাকে।”
উল্লেখ্য এবার নতুন দায়িত্বে ২০২৪-২০২৫ কাউন্সিলের সভাপতি হিসেবে মোঃ রাকিব আকন্দ এবং সাধারন সম্পাদক হিসেবে মোঃ মেহেদী হাসান নির্বাচিত হয়েছেন।
অনুষ্ঠানের মাঝে জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের বিভিন্ন সময়কার বিবিধ কার্যক্রম প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে রোভার স্কাউট লিডার হিসেবে অধ্যাপক মোঃ মনিরুজ্জামান, সহযোগী অধ্যাপক আবুল কালাম আজাদ এবং নাহরিন জান্নাত হোসাইন, সহকারী অধ্যাপক কাজী ফারুক হোসেন এবং সাদিয়া আখতার উপস্থিত ছিলেন।