এআইএস বিভাগের পক্ষ থেকে শহিদ সাজিদের পরিবারের কাছে আর্থিক অনুদান হস্তান্তর করছেন উপাচার্য মহোদয়
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শাহাদাতবরণকারী একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শহিদ ইকরামুল হক সাজিদ এর জন্য উক্ত বিভাগের উদ্যোগে ৩০ সেপ্টেম্বর ২০২৪, সোমবার স্মরণ সভা আয়োজিত হয়।
স্মরণসভায় উক্ত বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ সাজিদের স্মৃতিচারণ করেন এবং তার রুহের মাগফিরাত কামনা করেন।
এসময় উপাচার্য অধ্যাপক মো: রেজাউল করিম, পিএইচডি শহিদ সাজিদের পরিবারকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সকল ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন। এছাড়াও একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের পক্ষ থেকে সাজিদের প্রতি ভালোবাসার নিদর্শন স্বরূপ আর্থিক অনুদান উপাচার্য মহোদয় তার পরিবারের নিকট হস্তান্তর করেন।
এসময় বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ মঞ্জুর মুর্শেদ ভূঁইয়া, উক্ত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শামসুন নাহার, শহিদ সাজিদের পরিবার এবং বিভাগের শিক্ষক-শিক্ষার্থীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন