logo

Copyright ©2024 Jagannath University. All Rights Reserved

News

ইতিহাস বিভাগে 'Designing OBE Curriculum' শীর্ষক ওয়ার্কশপ অনুষ্ঠিত

  • Published
  • 24 Jun, 2025
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর আয়োজনে ইতিহাস বিভাগের মাস্টার্স প্রোগ্রামের জন্য 'Designing OBE Curriculum' শীর্ষক একটি ওয়ার্কশপ ২৪ জুন ২০২৫ উক্ত বিভাগের চেয়ারম্যানের কক্ষে অনুষ্ঠিত হয়।
ওয়ার্কশপের উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোঃ রেজাউল করিম, পিএইচডি। তিনি ইতিহাস বিভাগকে স্নাতক প্রোগ্রামের পাশাপাশি মাস্টার্স প্রোগ্রামের জন্য ওবিই (Outcome-Based Education) কারিকুলাম প্রণয়নের জন্য অভিনন্দন জানান। তিনি বলেন, "বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বিভাগ এ কার্যক্রম দেখে উৎসাহিত হবে। বিভিন্ন সংকট থাকা সত্ত্বেও বিভাগসমূহের শিক্ষকবৃন্দ নিজেদের দায়িত্ব নিয়ে একাডেমিক কার্যক্রমকে এগিয়ে নিচ্ছেন। ওবিই কারিকুলামের পাশাপাশি আমাদের বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডার থাকলে সেশনজট আরও কমিয়ে আনা সম্ভব। বিশ্ববিদ্যালয়ের সীমাবদ্ধতার মধ্যেও সিস্টেম উন্নয়ন করতে পারলে সবাই এর সুফল ভোগ করবে।"
আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মোঃ আবু লায়েক-এর সভাপতিত্বে অনুষ্ঠিত ওয়ার্কশপে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন ইতিহাস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মুর্শিদা বিনতে রহমান।
ওয়ার্কশপে মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ও আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক অধ্যাপক মেজবাহ-উল-আজম সওদাগর। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ জামির হোসেন।
কী-নোট স্পিকার হিসেবে আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মোঃ আবু লায়েক ওবিই কারিকুলামের গুরুত্ব সম্পর্কে এবং স্টেকহোল্ডারদের সহযোগিতা ও ক্রমাগত মূল্যায়নের মাধ্যমে এটি সফলভাবে বাস্তবায়নের বিষয়ে আলোচনা করেন।
ইতিহাস বিভাগের ওবিই কারিকুলাম প্রণয়ন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ সেলিম, সদস্য সচিব অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইন এবং কমিটির সদস্য অধ্যাপক ড. নাছির আহমাদ বক্তব্য রাখেন। কমিটির পক্ষ থেকে উল্লেখ করা হয় যে, আউটকাম-বেজড এডুকেশন (ওবিই) পদ্ধতি বর্তমান শিক্ষাব্যবস্থায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই কারিকুলাম ডিজাইন শিক্ষার গুণগত মানোন্নয়নে সহায়ক হবে বলে তারা মত প্রকাশ করেন। বিশেষভাবে উল্লেখ করা হয় যে, এই পদ্ধতি শিক্ষার্থীদের দক্ষতা বিকাশে বিশেষ ভূমিকা রাখবে এবং তাদেরকে আন্তর্জাতিক প্রতিযোগিতার জন্য প্রস্তুত করবে।
ইতিহাস বিভাগের সকল শিক্ষকবৃন্দ ওয়ার্কশপে অংশগ্রহণ করেন। ওয়ার্কশপে অংশগ্রহণকারীরা ওবিই কারিকুলাম ডিজাইনের বিভিন্ন দিক নিয়ে মত প্রকাশ করেন ।