logo

Copyright ©2024 Jagannath University. All Rights Reserved

News

রায়সাহেব বাজার থেকে বাহাদুর শাহ পার্ক পর্যন্ত বাস-লেগুনা চলাচলে স্থায়ী নিষেধাজ্ঞা, রিকশাভাড়া নির্ধারণ ও বিকল্প ব্যবস্থা গ্রহণে মতবিনিময় সভায় সিদ্ধান্ত

  • Published
  • 24 Sep, 2025
রায়সাহেব বাজার থেকে হতে বাহাদুর শাহ পার্ক পর্যন্ত বাস ও লেগুনা চলাচলে নিষেধাজ্ঞা স্থায়ীকরণ, চলাচলের সুবিধার্থে রিকশাভাড়া নির্ধারণ, বিকল্প ব্যবস্থা গ্রহনের জন্য এক মতবিনিময় সভা ২৩ সেপ্টেম্বর ২০২৫ (মঙ্গলবার) সকাল ১১ টায় জবি শিক্ষক সমিতির লাউঞ্জে অনুষ্ঠিত হয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষক সমিতির আয়োজনে সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব ও সার্বিক পরিচালনার দায়িত্বে ছিলেন জবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীন। এসময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, ট্রাফিক লালবাগ জোনের কর্মকর্তাবৃন্দ, কবি নজরুল সরকারি কলেজ, ঢাকা মহানগর মহিলা কলেজ, বাংলা বাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, সেন্ট গ্রেগরী হাই স্কুল অ্যান্ড কলেজ, পোগোজ ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, কলেজিয়েট স্কুলসহ পাশ্ববর্তী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক প্রতিনিধি, জবি’র বিভিন্ন ক্রীয়াশীল ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ, ঢাকা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ, বাংলাদেশ মোটর পার্টস এসোসিয়েশন এবং ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ সভায় অংশ নেন।
সভায় সম্মিলিতভাবে সিদ্ধান্ত হয়—
• রায়সাহেব বাজার থেকে বাহাদুর শাহ পার্ক পর্যন্ত বাস ও লেগুনার চলাচলে চলমান নিষেধাজ্ঞা স্থায়ীভাবে কার্যকর থাকবে।
• ফজর ও রাতের শেষ ভাগে যেসব বাস চলাচল করত, সেগুলোকেও এ নিষেধাজ্ঞার আওতায় আনা হবে।
• রিকশা চলাচল সহজীকরণে রায়সাহেব বাজার থেকে সদরঘাট পর্যন্ত ভাড়া নির্ধারণের জন্য প্রক্টরের নেতৃত্বে একটি উপকমিটি গঠন করা হয়েছে।
• রিকশার পাশাপাশি ই-কার পরীক্ষামূলকভাবে চলাচল করা যায় নাকি সে বিষয়ে যথাযথ প্রক্রিয়া অনুসরন করা হবে।
• মোটরচালিত রিকশার গতি নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশনের সহযোগিতায় প্রয়োজনীয় স্থানে স্পিড ব্রেকার স্থাপন করা হবে।
• বিশ্বজিৎ চত্বরে একটি স্মারক নির্মাণ করা হবে।
সভায় জানানো হয়, বর্তমানে বাস ও লেগুনা রায়সাহেব বাজার হয়ে গোয়ালঘাট দিয়ে ইউটার্ন করে চলছে। এই সিদ্ধান্ত কার্যকর হওয়ায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় যানজট উল্লেখযোগ্যভাবে কমেছে এবং শিক্ষক, শিক্ষার্থী ও আইনজীবীদের নিয়মিত কার্যক্রম নির্বিঘ্নে সম্পাদন করা সম্ভব হচ্ছে।
সভায় আরও জানানো হয়, বাহাদুর শাহ পার্ক সংলগ্ন এলাকায় বহু শিক্ষা প্রতিষ্ঠান ও ঢাকা আইনজীবী সমিতির কার্যক্রম অব্যাহত রয়েছে। এ কারণে নিরাপদ ও নির্বিঘ্ন চলাচলের স্বার্থে এ নিষেধাজ্ঞা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, পাশ্ববর্তী শিক্ষা প্রতিষ্ঠান ও ঢাকা আইনজীবী সমিতির শিক্ষক-শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট প্রতিনিধিদের যৌথ সিদ্ধান্তে ইতোমধ্যে ডিএমপি কমিশনার বরাবর গণস্বাক্ষরিত স্মারকলিপি জমা দেওয়া হয়েছে।
এছাড়া, বাহাদুর শাহ পার্কের চারপাশে অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাট ও স্থাপনা স্থায়ীভাবে অপসারণের জন্য ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বরাবর চিঠি পাঠানো হয়েছে। একইসঙ্গে পার্কের চারপাশে পরিবেশবান্ধব গাছ ও ফুলের টব বসিয়ে এলাকা সুসজ্জিত করা হয়েছে।
সভায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ শেখ গিয়াস উদ্দিন, প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক, পরিবহন প্রশাসক ড. তারেক বিন আতিক, উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. কাজী সাখাওয়াত হোসেন, শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইন এবং ইংরেজি বিভাগের শিক্ষক নাসির উদ্দিন আহমদসহ বিভিন্ন অনুষদের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় আলোচনায় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে এ এলাকায় যানজট ও অনিয়ন্ত্রিত পরিবহনের কারণে শিক্ষক-শিক্ষার্থীসহ সাধারণ মানুষের দৈনন্দিন কার্যক্রম ব্যাহত হচ্ছিল। তবে নিষেধাজ্ঞা কার্যকরের ফলে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। বক্তারা এ উদ্যোগকে সময়োপযোগী উল্লেখ করে এর সফল বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন।
সভা শেষে শিক্ষক সমিতির পক্ষ থেকে ধোলাইখাল ব্যবসায়ী এবং যারা পূর্বে এ নিষেধাজ্ঞার বিরোধিতা করেছিলেন তাদের প্রতিও আহ্বান জানানো হয়, তারা যেন যৌথ স্বার্থে গৃহীত এই সিদ্ধান্তে সম্মতি জ্ঞাপন করেন।