logo

Copyright ©2024 Jagannath University. All Rights Reserved

News

জবি শিক্ষার্থীর Erasmus+ প্রোগ্রামে অংশগ্রহণ

  • Published
  • 29 Sep, 2025
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের শিক্ষার্থী মোঃ শরাফতুল্লাহ জমাদ্দার জার্মানির Technische Hochschule Mittelhessen (THM), University of Applied Science Mittlehessen-এ তিন মাস মেয়াদি Erasmus+ MSc Exchange Program-এ অংশগ্রহণ করতে যাচ্ছেন। ইউরোপে এ প্রোগ্রামে অংশ নেওয়া তিনি সিএসই বিভাগ ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম শিক্ষার্থী।
এ উপলক্ষ্যে মোঃ শরাফতুল্লাহ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের রুটিন দায়িত্বে নিয়োজিত ট্রেজারার ও সিএসই বিভাগের দায়িত্বরত চেয়ারম্যান অধ্যাপক ড. সাবিনা শরমীন-এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
এসময় বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ মঞ্জুর মুর্শেদ ভূঁইয়া, রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ শেখ গিয়াস উদ্দিন, পরিচালক (গবেষণা) অধ্যাপক ড. ইমরানুল হক এবং ইরাসমুস+ প্রোগ্রামের জবি কন্টাক্ট পারসন ও পরিচালক (আইকিউএসি) অধ্যাপক ড. মোঃ আবু লায়েক উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, Erasmus+ MSc Exchange Program ইউরোপীয় ইউনিয়নের KA171 উদ্যোগ-এর আওতায় পরিচালিত হয়। এর মাধ্যমে শিক্ষার্থীরা বিদেশে স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়ন ও গবেষণার সুযোগ পান এবং মাসিক অনুদানসহ আর্থিক সহায়তা লাভ করেন। THM ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ অংশীদার বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে স্বাক্ষরিত MoU-এর ভিত্তিতেই এ সহযোগিতা গড়ে উঠেছে, যা ভবিষ্যতে শিক্ষার্থী বিনিময় ছাড়াও যৌথ গবেষণা ও একাডেমিক সহযোগিতার দ্বার উন্মোচন করেছে।