জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির উদ্যোগে ২৫ জুন ২০২৫ সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লাউঞ্জে প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘মৌসুমি ফল উৎসব ২০২৫’।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক মোঃ রেজাউল করিম, পিএইচডি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন।
শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোঃ মোশাররফ হোসেন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোঃ রইছ উদদীন এর সঞ্চালনায় আয়োজিত এ উৎসবে উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউট ও বিভাগীয় পরিচালকবৃন্দ, বিভাগীয় চেয়ারম্যানগণ, বিভিন্ন দপ্তরের পরিচালক এবং বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষকবৃন্দ।
বর্ণিল এই উৎসবে পরিবেশিত হয় আম, জাম, লিচু, পেয়ারা, আনারস, কাঁঠাল, আসফল, পেপে, ড্রাগন ফল, আমড়া, জামরুল, করমচা প্রভৃতি দেশীয় ও মৌসুমি ফল। উৎসবটি শিক্ষদের মধ্যে সৌহার্দ্য, আনন্দ ও সম্প্রীতির এক অনন্য মিলনমেলায় পরিণত হয়।