জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগ-এর স্নাতক (সম্মান) ১৯তম ব্যাচের নবীন বরণ ও ১৪তম ব্যাচের বিদায় অনুষ্ঠান ২৬ জুন ২০২৫ (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোঃ রেজাউল করিম, পিএইচডি। তিনি উল্লেখ করেন যে, "বিশ্ববিদ্যালয়ে একটি সুশৃঙ্খল একাডেমিক ক্যালেন্ডার প্রণয়নের মাধ্যমে প্রতিটি বিভাগের ক্লাস ও পরীক্ষার সময়সূচি এক থেকে দুই মাস এগিয়ে আনা সম্ভব। এর ফলে সেশনজট উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে, যা শিক্ষার্থীদের জন্য দীর্ঘমেয়াদি সুফল বয়ে আনবে। তবে এ লক্ষ্য অর্জনের জন্য আমাদের শিক্ষকবৃন্দকে তাদের দায়িত্ব আরও সুচারুভাবে সম্পাদন করতে হবে।"
তিনি আরও বলেন, "বর্তমান বিশ্বে পরিবেশগত চ্যালেঞ্জ বৃদ্ধি পাচ্ছে। এ ক্ষেত্রে উক্ত বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের গবেষণা ও প্রায়োগিক উদ্যোগ পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিশ্বজুড়ে পরিবেশ রক্ষার জন্য নানা কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে। আমাদের বিশ্ববিদ্যালয় এবং দেশকেও পরিবেশগত বিপর্যয় থেকে রক্ষা করতে এই বিভাগের শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ ও উদ্ভাবনী চিন্তা অপরিহার্য।"
ভূগোল ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল কাদের এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের লাইফ এন্ড আর্থ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. মল্লিক আকরাম হোসেন, রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ শেখ গিয়াস উদ্দিন এবং উক্ত বিভাগের ছাত্র-উপদেষ্টাবৃন্দ অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান ও অধ্যাপক ড. সৈয়দা ইসরাত নাজিয়া। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ড. শবনম শারমিন লুনা।
অনুষ্ঠানে স্নাতক (সম্মান) ১৪তম ব্যাচের মেধা তালিকায় প্রথম তিনজন শিক্ষার্থীকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। এছাড়াও নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও বিদায়ী শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদানের মাধ্যমে তাদের বিদায় সংবর্ধনা দেওয়া হয়।
বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তাবৃন্দসহ অন্যান্য অতিথিবৃন্দে এসময় উপস্থিত ছিলেন।