logo

Copyright ©2024 Jagannath University. All Rights Reserved

News

এআইএস বিভাগে উদ্যোক্তা মেলার আয়োজন

  • Published
  • 26 Jun, 2025
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস (এআইএস) বিভাগের উদ্যোগে বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে এক উদ্যোক্তা মেলার আয়োজন করা হয়। ২৬ জুন ২০২৫ (বৃহস্পতিবার) দিনব্যাপী মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোঃ রেজাউল করিম, পিএইচডি।
উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য মহোদয় নতুন উদ্যোক্তাদের উদ্দেশ্যে শুভেচ্ছা ও সাফল্য কামনা করেন। এ সময় বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ মঞ্জুর মুর্শেদ ভূঁইয়া এবং এআইএস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শামসুন নাহারসহ বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
মেলায় এআইএস বিভাগের শিক্ষার্থীরা তাদের স্টলে বিভিন্ন ধরনের পোশাক, বুটিক শিল্প, খাদ্যপণ্য ও প্রসাধনী সামগ্রী প্রদর্শন ও বিক্রয় করেন। উল্লেখ্য, এআইএস বিভাগের ২০তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম উপলক্ষ্যে সপ্তাহজুড়ে নানা আয়োজনের মধ্যে আজকের এই উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে।