জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২০২৫ অর্থ বছরের সংশোধিত বাজেট ১৭৯ কোটি ৯ লক্ষ ৫০ হাজার টাকা ও ২০২৫-২০২৬ অর্থ বছরের মূল বাজেট ২ শত ৯৭ কোটি ৮২ লক্ষ ৫০ হাজার টাকা অনুমোদিত হয়েছে।
৩০ জুন ২০২৫ তারিখ (সোমবার) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অফিস কনফারেন্স রুমে উপাচার্য অধ্যাপক মোঃ রেজাউল করিম, পিএইচডি এর সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেটের ১০২ তম (বিশেষ) সভায় এই বাজেট অনুমোদিত হয়। সিন্ডিকেট সভায় বাজেট উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন এবং বাজেটের বিস্তারিত তথ্য-উপাত্ত উপস্থাপন করেন অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম।
বাজেটে ২০২৫-২০২৬ অর্থবছরের জন্য গবেষণাখাতে ৮ কোটি ৩ লক্ষ টাকা, প্রাথমিক স্বাস্থ্যসেবা খাতে ২৫ লক্ষ টাকা, অন্যান্য অনুদান খাতে ৫৮ কোটি ২১ লক্ষ টাকা, যন্ত্রপাতি খাতে ৪ কোটি ৯২ লক্ষ টাকা, যানবাহন খাতে ৩ কোটি টাকা, তথ্য ও প্রযুক্তি খাতে ১ কোটি ৭০ লক্ষ টাকা এবং অন্যান্য মূলধন খাতে ৮০ লক্ষ টাকা বরাদ্দ রাখা হয়েছে। এছাড়াও বেতন ভাতা বাবদ ১২৮ কোটি ৬০ লক্ষ টাকা, পণ্য ও সেবা বাবদ ৮৪ কোটি ৩১ লক্ষ ৫০ হাজার টাকা বরাদ্দ রাখা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সম্পূরক বৃত্তি বাবদ ৫৬ কোটি টাকা এবং অস্থায়ী হল নির্মাণের জন্য ২৪ কেটি ৯০ লক্ষ টাকা বরাদ্দ রাখা হয়েছে।
এছাড়া উন্নয়ন প্রকল্প বাজেটে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২য় ক্যাম্পাস স্থাপন: ভূমি অধিগ্রহণ ও উন্নয়ন (১ম সংশোধিত) প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ১৭৪৬ কোটি ৬ লক্ষ ৩১ হাজার টাকা, যার মধ্যে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক অনুমোদনের প্রেক্ষিতে ২০২৪-২৫ অর্থ বছরের সংশোধিত বাজেট ৮৪ কোটি টাকা এবং ২০২৫-২৬ অর্থ বছরের মূল বাজেট ৩৮৯ কোটি ৬০ লক্ষ ৮৫ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
সিন্ডিকেট সভায় উপাচার্য অধ্যাপক মোঃ রেজাউল করিম, পিএইচডি ২য় ক্যাম্পাস নির্মাণ প্রকল্পের কাজ সেনাবাহিনীর নিকট হস্তান্তর ও আরডিপিপিতে অনুমোদন এবং শিক্ষার্থীদের কল্যাণে অর্থ বরাদ্দের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার জন্য জবি শিক্ষক সমিতির নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দের সর্বাত্মক সহযোগিতার জন্য ধন্যবাদ জানান। তিনি বিশেষভাবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান ও সদস্যদের পাশাপাশি সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান এবং সকলের নিরলস প্রচেষ্টায় এই উদ্যোগগুলো বাস্তবায়িত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।