logo

Copyright ©2024 Jagannath University. All Rights Reserved

News

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নিকোলাস পোগোজ ফাউন্ডেশনের শিক্ষা, প্রযুক্তি ও খেলাধুলায় ‘Inspire Future Generations’ শীর্ষক প্রেজেন্টেশন সেশন অনুষ্ঠিত

  • Published
  • 02 Jul, 2025
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোঃ রেজাউল করিম, পিএইচডি-এর উপস্থিতিতে ১ জুলাই ২০২৫ (মঙ্গলবার) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অফিস কনফারেন্স রুমে নিকোলাস পোগোজ ফাউন্ডেশনের উদ্যোগে একটি প্রজেক্ট উপস্থাপন করা হয়েছে।
প্রেজেন্টেশনে নিকোলাস পোগোজ ফাউন্ডেশনের চেয়ারম্যান পিটার ডেনিস পোগোজ এবং পরিচালক অধ্যাপক ড. সৈয়দ মিজানুর রহমান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের শিক্ষা, প্রযুক্তি ও খেলাধুলায় অনুপ্রাণিত করার লক্ষ্যে ফাউন্ডেশনের বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন।
এসময় তারা উল্লেখ করেন যে, নিকোলাস পোগোজ ফাউন্ডেশনের মূল লক্ষ্য হলো বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্মকে শিক্ষা, প্রযুক্তি ও খেলাধুলায় উৎসাহিত করা। ইংরেজি ভাষায় দক্ষতা উন্নয়ন, শিক্ষকদের ক্ষমতায়ন ও সহায়তা প্রদান, বৈশ্বিক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, পেশাগত উন্নয়নে উৎসাহ প্রদান, তৃণমূল পর্যায়ে খেলাধুলার প্রসার, স্বেচ্ছাসেবায় উৎসাহ প্রদান এবং মেধা ও সাফল্যের স্বীকৃতি প্রদান করাই হচ্ছে এই প্রতিষ্ঠানের মূল দৃষ্টিভঙ্গি।
উল্লেখ্য, ড্যাফোডিল ইউনিভার্সিটি এবং পোগোজ ফাউন্ডেশনের মধ্যে একটি যৌথ উদ্যোগ রয়েছে, যা শিক্ষা ও খেলাধুলার ক্ষেত্রে সাহসী ও উদ্ভাবনী প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে বর্তমান শিক্ষার্থী ও ভবিষ্যৎ নেতৃত্বকে গড়ে তুলতে কাজ করছে।
এসময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোঃ শেখ গিয়াস উদ্দিন, পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোস্তফা হাসান, প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক, প্রভোস্ট অধ্যাপক ড. আঞ্জুমান আরা, অর্থ ও হিসাব পরিচালক অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম, গবেষণা পরিচালক অধ্যাপক ড. ইমরানুল হক, পিআরআইপি পরিচালক ড. মুহাম্মদ আনওয়ারুস সালাম, আইসিটি সেল পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিন, ছাত্র-কল্যাণ পরিচালক ড. কে এ এম রিফাত হাসান, আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. মোঃ আবু লায়েক, নিকোলাস পোগোজ ফাউন্ডেশনের চেয়ারম্যানের সন্তান এবং পোগোজ ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ আব্দুস সাত্তার উপস্থিত ছিলেন।