logo

Copyright ©2024 Jagannath University. All Rights Reserved

News

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ‘সংবাদমাধ্যমে জেন্ডার সমতা ও ন্যায্যতা’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

  • Published
  • 08 Jul, 2025
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের আয়োজনে এবং এমআরডিআই-এর সহযোগিতায়  ২ জুলাই ২০২৫ (বুধবার) ‘সংবাদমাধ্যমে জেন্ডার সমতা ও ন্যায্যতা’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দের অংশগ্রহণে এ সেমিনারটি সকালে বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগে সম্পন্ন হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোঃ রেজাউল করিম, পিএইচডি। তিনি বক্তব্যের শুরুতে জুলাই ২০২৪ এর বিপ্লবে শহিদদের শ্রদ্ধাভরে স্মরণ করেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। তিনি বলেন, "এ ধরনের সেমিনার নতুন জ্ঞান সৃষ্টি ও ভিন্ন মতামতের প্রকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সংবাদমাধ্যমে নারী-পুরুষের সমান অংশগ্রহণ নিশ্চিত করতে হবে, তবে তা যেন পুরুষদের হটিয়ে শুধু নারীদের এগিয়ে নেওয়ার মাধ্যমে না হয়, বরং যোগ্যতা ও ন্যায্যতার ভিত্তিতে সুযোগ প্রদান করতে হবে।"
অনুষ্ঠানের শুরুতে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান ড. মো. আশরাফুল আলম স্বাগত বক্তব্য প্রদান করেন। এমআরডিআই-এর নির্বাহী পরিচালক জনাব হাসিবুর রহমান সেমিনারের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে বলেন, "সংবাদমাধ্যমে জেন্ডার সমতা প্রতিষ্ঠা ও ন্যায্যতা নিশ্চিত করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।"
সেমিনারের মূল পর্বে সংবাদমাধ্যমে জেন্ডার-বিষয়ক অঙ্গীকার সনদ উপস্থাপন করা হয়। প্যানেল আলোচক হিসেবে জেন্ডার চার্টার ওয়ার্কিং গ্রুপের সদস্য ও মানবাধিকারকর্মী শীপা হাফিজা "নাগরিক সমাজের দৃষ্টিতে বাংলাদেশের সংবাদমাধ্যমে জেন্ডার সমতা" বিষয়ে আলোচনা করেন। এছাড়া, জেন্ডার চার্টার ওয়ার্কিং গ্রুপের দলনেতা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. গীতি আরা নাসরীন "সাংবাদিকতায় জেন্ডারের গুরুত্ব এবং জেন্ডার চার্টারের সাথে এর সংযোগ" বিষয়ে বিশদ আলোচনা উপস্থাপন করেন।
সেমিনারে জবি’র গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শেষে একটি প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে সেমিনার সমাপ্ত হয়।