logo

Copyright ©2024 Jagannath University. All Rights Reserved

News

‘নোবেল বিজয়ী অর্থনীতিবিদদের জীবন ও কর্ম’ বইয়ের মোড়ক উন্মোচন

  • Published
  • 08 Jul, 2025
২ জুলাই ২০২৫ (বুধবার) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) অর্থনীতি বিভাগের আয়োজনে অধ্যাপক ড. মোঃ আইনুল ইসলাম রচিত ‘নোবেল বিজয়ী অর্থনীতিবিদদের জীবন ও কর্ম’ বইটির মোড়ক উন্মোচন করেন অনুষ্ঠানে প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোঃ রেজাউল করিম, পিএইচডি।
উপাচার্য অধ্যাপক মোঃ রেজাউল করিম, পিএইচডি তাঁর বক্তব্যে বইটির গুরুত্ব তুলে ধরে বলেন, "অর্থনীতিতে নোবেল বিজয়ী ব্যক্তিত্বদের তত্ত্ব ও গবেষণা শিক্ষক-শিক্ষার্থীদের জন্য অত্যন্ত মূল্যবান। এই বইটি অর্থনীতি বিভাগের পাশাপাশি গবেষণার ক্ষেত্রেও নতুন দিকনির্দেশনা দেবে।" তিনি লেখককে এ ধরনের একটি প্রয়োজনীয় গ্রন্থ রচনার জন্য ধন্যবাদ জানান।
অর্থনীতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শরীফ মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সানজিদা ফারহানা এবং বিশিষ্ট ফাইন্যান্স ও বিজনেস স্ট্রাটেজিস্ট কলামিস্ট জনাব সাইফুল হোসেন।
‘নোবেল বিজয়ী অর্থনীতিবিদদের জীবন ও কর্ম’ বইটি অপেরা পাবলিকেশন থেকে প্রকাশিত হয়েছে। এতে বিভিন্ন সময়ে অর্থনীতিতে নোবেল পুরস্কারপ্রাপ্ত ৩৮ জন বিশিষ্ট অর্থনীতিবিদের জীবনী, গবেষণা ও অবদান সম্পর্কে বিশদ আলোচনা করা হয়েছে।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।