logo

Copyright ©2024 Jagannath University. All Rights Reserved

News

রবীন্দ্র ও নজরুলের গানে বর্ষা উদ্‌যাপন

  • Published
  • 10 Jul, 2025
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সংগীত বিভাগের আয়োজনে বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫ গীতাঞ্জলি মঞ্চে শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে রবীন্দ্র ও নজরুলের গানে বর্ষা উদ্‌যাপন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোঃ রেজাউল করিম, পিএইচডি প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন।
সংগীত বিভাগের চেয়ারম্যান ড. অণিমা রায়ের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. হোসনে আরা বেগম। স্বাগত বক্তব্য প্রদান করেন বিভাগের সহকারী অধ্যাপক ড. আলী এফ. এম রেজোয়ান।
বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ অনুষ্ঠানটি উপভোগ করেন। এছাড়াও অনুষ্ঠান চলাকালে উপাচার্য মহোদয় সংগীত বিভাগের একটি নতুন সেমিনার রুমের উদ্বোধন করেন।