logo

Copyright ©2024 Jagannath University. All Rights Reserved

News

মার্কেটিং বিভাগে “জুলাই বিপ্লব ও বৈষম্যহীন বাংলাদেশ” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

  • Published
  • 20 Jul, 2025
“মনে রেখো জুলাই—ভুলে যেও না” প্রতিপাদ্যকে সামনে রেখে ১৭ জুলাই ২০২৫ (বৃহস্পতিবার) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের আয়োজনে অনুষ্ঠিত হয় “জুলাই বিপ্লব ২০২৪ ও বৈষম্যহীন বাংলাদেশ: সুযোগ, সমস্যা ও উত্তরণ” শীর্ষক এক ব্যতিক্রমধর্মী সেমিনার।
সেমিনারে সভাপতিত্ব করেন মার্কেটিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ইমরানুল হক। আলোচক হিসেবে ছিলেন বিভাগের বিভিন্ন শিক্ষকবৃন্দ।
সেমিনারের বিশেষ গুরুত্ব বহন করে জুলাই বিপ্লবের প্রত্যক্ষ ভুক্তভোগীদের অংশগ্রহণ। উপস্থিত ছিলেন গুলিবিদ্ধ অনিক কুমার দাস, আহত মুসফিকুর রহমান, অন্যায়ভাবে কারারুদ্ধ তুষার শেখ এবং মোহাম্মদ রিয়াদ হোসেন। তারা তাঁদের ব্যক্তিগত অভিজ্ঞতা ও বেদনার কথা তুলে ধরেন।
অনুষ্ঠানের সূচনা হয় এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে, যেখানে জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের স্মরণ করা হয় গভীর শ্রদ্ধার সঙ্গে। পরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের ইমাম সাহেব শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া পরিচালনা করেন। তিনি আহতদের দ্রুত সুস্থতা এবং জাতির জন্য একটি আলোকিত ভবিষ্যতের প্রার্থনাও করেন। এ সময় অনেক শিক্ষার্থী ও শিক্ষক আবেগাপ্লুত হয়ে পড়েন।
সেমিনারে অংশ নেন বিভাগের শিক্ষার্থীরা এবং সংশ্লিষ্ট শিক্ষকবৃন্দ। বক্তারা বলেন, ভবিষ্যতের জগন্নাথ বিশ্ববিদ্যালয় হতে হবে ন্যায়, সমতা ও মানবিক মূল্যবোধে অনুপ্রাণিত এক শিক্ষা প্রতিষ্ঠান। একটি বৈষম্যহীন ও প্রগতিশীল বাংলাদেশ গড়ার স্বপ্ন তাঁরা দৃপ্ত কণ্ঠে উচ্চারণ করে