logo

Copyright ©2024 Jagannath University. All Rights Reserved

News

জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইটি সোসাইটির নতুন কমিটির কার্যক্রমের উদ্বোধন ও সদস্য বরণ অনুষ্ঠিত

  • Published
  • 22 Jul, 2025
জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইটি সোসাইটির নবনির্বাচিত কমিটির কার্যক্রমের উদ্বোধন ও নতুন সদস্যদের বরণ অনুষ্ঠান  ২১ জুলাই ২০২৫ (সোমবার) বিশ্ববিদ্যালয়ের শহিদ সাজিদ অ্যাকাডেমিক ভবনের ৭১২ নম্বর কক্ষে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন। তিনি বর্তমান প্রযুক্তিনির্ভর বিশ্বের প্রেক্ষাপটে আইটি সোসাইটির গুরুত্ব তুলে ধরে বলেন, আমরা এমন একটি যুগে বাস করছি, যেখানে প্রযুক্তির উপর নির্ভরশীলতা প্রতিনিয়ত বাড়ছে। এ সময়ের শিক্ষার্থীদের টেকনোলজিভিত্তিক চিন্তাধারা এবং উদ্ভাবনী দৃষ্টিভঙ্গি থাকতে হবে। শুধু প্রযুক্তি ব্যবহারের সক্ষমতা অর্জন করলেই হবে না, বরং প্রযুক্তি উদ্ভাবনে অবদান রাখাও জরুরি। আইটি সোসাইটির মাধ্যমে শিক্ষার্থীরা ভবিষ্যতে প্রযুক্তিগত উদ্ভাবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে বলে আমি আশাবাদী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন জনাব খ্রীষ্টিন রিচার্ডসন এবং বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইটি সোসাইটির নবনির্বাচিত কমিটির সভাপতি ইমাম হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন সাধারণ সম্পাদক মো. বায়জিদ সরকার।