‘জুলাই বিপ্লব ২০২৪’ বর্ষপূর্তি উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গৃহীত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ২৭ জুলাই ২০২৫ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের আয়োজনে এক বিতর্ক কর্মশালা, আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বিভাগের ১০০৭/বি নম্বর কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মাহ্মুদা খানম। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সহযোগী অধ্যাপক ড. মোঃ আনিসুর রহমান। এছাড়া উক্ত বিভাগের রেনেসাঁ ডিবেটিং ক্লাবের মডারেটর ও সহযোগী অধ্যাপক ড. আবদুল মোমেন স্বাগত বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল বিতর্ক প্রতিযোগিতা, যেখানে ‘এই সংসদ মনে করে, নিপীড়িতদের মুক্তির একমাত্র পথ হলো বিপ্লব’ প্রস্তাবনায় শিক্ষার্থীরা তর্ক-যুক্তি উপস্থাপন করে। অংশগ্রহণকারীদের তথ্যনির্ভর বক্তব্য ও সাবলীল উপস্থাপনা অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে।
অনুষ্ঠানের শেষে জুলাই বিপ্লবে শহীদদের রুহের মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।