‘জুলাই বিপ্লব ২০২৪’ বর্ষপূর্তি উপলক্ষে গৃহীত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ ডিবেটিং ক্লাবের উদ্যোগে আয়োজিত ‘জুলাই বিপ্লবোত্তর বিতর্ক প্রতিযোগিতা ২০২৫’-এর চূড়ান্ত পর্ব ২৭ জুলাই ২০২৫ (রবিবার) বিভাগের ২১৮ নম্বর কক্ষে অনুষ্ঠিত হয়।
চূড়ান্ত বিতর্ক পর্বের বিষয় ছিল— ‘জুলাই বিপ্লব সফল করার জন্য বিশ্ববিদ্যালয়গুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে’। প্রতিযোগিতায় পক্ষ হিসেবে অংশগ্রহণ করে রসায়ন বিভাগের ১৬তম ব্যাচ এবং বিপক্ষে অবস্থান নেয় ১৭তম ব্যাচ। উভয় দলের যুক্তি, উপস্থাপনা ও ভাবনার গভীরতায় জমে ওঠা এ প্রতিযোগিতায় শেষ পর্যন্ত ১৭তম ব্যাচ চ্যাম্পিয়নের মর্যাদা অর্জন করে এবং ১৬তম ব্যাচ রানার্স আপ হয়। চ্যাম্পিয়ন দলের সদস্যদের মধ্যে ছিলেন তারজিনা আক্তার লতা, মোহিনী খাতুন এবং মুজাহিদুল ইসলাম। ১৭তম ব্যাচের মুজাহিদুল ইসলাম প্রতিযোগিতায় ‘শ্রেষ্ঠ বক্তা’ নির্বাচিত হন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীন।
রসায়ন বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ লোকমান হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. মল্লিক আকরাম হোসেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রসায়ন বিভাগ ডিবেটিং ক্লাবের মডারেটর অধ্যাপক ড. মুহাম্মদ জামির হোসেন।
বিভাগের শিক্ষক, শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট অনেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।