logo

Copyright ©2024 Jagannath University. All Rights Reserved

News

জুলাই বিপ্লব ২০২৪ ও বৈষম্যহীন বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

  • Published
  • 28 Jul, 2025
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইসলামিক স্টাডিজ বিভাগের আয়োজনে ২৭ জুলাই ২০২৫ (রবিবার) ‘জুলাই বিপ্লব ২০২৪ এবং বৈষম্যহীন বাংলাদেশ’ বিষয়ক এক আলোচনা সভা ও প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। কলা ভবনের ১১০৭ নম্বর কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানটি জুলাই বিপ্লব ২০২৪-এর বর্ষপূর্তি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিভাগীয় উদ্যোগে আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোঃ মোশাররাফ হোসেন। তিনি বলেন, জুলাই বিপ্লবে রিকশাচালক, শ্রমিক, দিনমজুরসহ সমাজের নানা স্তরের মানুষ জীবন দিয়েছে। এই আত্মত্যাগ কোনোভাবে তুলনাযোগ্য নয়। শহিদ ও আহতদের প্রতি সম্মান জানিয়ে আমাদের সব বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে একটি শোষণমুক্ত ও বৈষম্যহীন বাংলাদেশ গঠনে কাজ করতে হবে। প্রতিটি নাগরিকের নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালনের মাধ্যমেই সেই স্বপ্ন বাস্তবায়ন সম্ভব।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীন। তিনি বলেন, জুলাই বিপ্লবের শহিদ ও আহতদের আত্মত্যাগের ফলেই আমরা আজ বাকস্বাধীনতা ও আত্মপরিচয়ের অধিকার ফিরে পেয়েছি। তাদের প্রতি আমাদের চিরন্তন কৃতজ্ঞতা থাকা উচিত। এই বিপ্লবের ইতিহাস ও তাৎপর্য আমরা যেন স্মরণে রাখি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোঃ শেখ গিয়াস উদ্দিন।
জুলাই বিপ্লব ২০২৪-এর বর্ষপূর্তি উপলক্ষে ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়। রচনা প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন তাবাসসুম আক্তার কনা এবং বক্তৃতা প্রতিযোগিতায় প্রথম স্থান লাভ করেন কাজী আরাফাত হোসেন। বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় আশিকুর রহমান আকাশ, আহবাবুর রহমান ও আরিফুল ইসলাম সমন্বয়ে গঠিত দল। এ ছাড়া ‘ডিবেটার অব দ্য টুর্নামেন্ট’ নির্বাচিত হন আশিকুর রহমান আকাশ। অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মধ্যে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
আয়োজক কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন অধ্যাপক ড. মুহাম্মদ নূরুল্লাহ এবং সঞ্চালনার দায়িত্বে ছিলেন সহকারী অধ্যাপক জনাব মুহাম্মদ কামরুল ইসলাম। অনুষ্ঠানে বিভাগের শিক্ষক, শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।