‘জুলাই বিপ্লব ২০২৪’ বর্ষপূর্তি উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গৃহীত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ২৮ জুলাই ২০২৫ দর্শন বিভাগের আয়োজনে "জুলাই বিপ্লব'২৪ ও বৈষম্যহীন বাংলাদেশ (সুযোগ-সমস্যা-উত্তরণ)" শীর্ষক সেমিনার, বিতর্ক ও প্রবন্ধ প্রতিযোগিতা এবং পুরষ্কার বিতরণ অনুষ্ঠান।
সেমিনারে মূল বক্তব্য প্রদান করেন দর্শন বিভাগের অধ্যাপক ড. সিত্তুল মুনা হাসান এবং প্রধান আলোচক হিসেবে ছিলেন শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইন।
দর্শন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ হাফিজুল ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানটি উদযাপন কমিটির আহ্বায়ক হিসেবে ছিলেন অধ্যাপক ড. মোঃ তৌহিদুল হাসান।
এসময় বিভাগের শিক্ষক, শিক্ষার্থীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।