logo

Copyright ©2024 Jagannath University. All Rights Reserved

News

সমাজকর্ম বিভাগে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা ২০২৫-এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন

  • Published
  • 29 Jul, 2025
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের আয়োজনে এবং সোশ্যাল ওয়ার্ক ডিবেটিং ক্লাবের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয়েছে "জুলাই স্মৃতি প্রথম আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা ২০২৫"-এর চূড়ান্ত পর্ব, সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী। “যুক্তিযুদ্ধের সব্যসাচী, চেতনায় অনির্বাণ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয়  সোমবার, ২৮ জুলাই ২০২৫।
উল্লেখ্য, প্রতিযোগিতাটি গত ২৬ জুলাই বিশ্ববিদ্যালয়ের ২০টি বিভাগের ২০টি দলের অংশগ্রহণে শুরু হয়। আজকের ফাইনাল পর্বে মুখোমুখি হয় ইসলামিক স্টাডিজ বিভাগ ও ফার্মেসি বিভাগ। টান টান উত্তেজনাপূর্ণ এই পর্বে ফার্মেসি বিভাগ বিজয়ী হয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ইসলামিক স্টাডিজ বিভাগ রানার্স আপ হয়।
চ্যাম্পিয়ন দলের বিতার্কিক হিসেবে অংশগ্রহণ করেন ফার্মেসি বিভাগের তৌফিক, ইসমাঈল হোসেন সৌরভ এবং তানজিম পাটোয়ারী। তানজিম পাটোয়ারীকে ‘ডিবেটার অব দ্য ফাইনাল’ হিসেবে ঘোষণা করা হয়। অপরদিকে, ‘ডিবেটার অব দ্য টুর্নামেন্ট’ নির্বাচিত হন ইসলামিক স্টাডিজ বিভাগের আশিকুর রহমান আকাশ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোঃ রেজাউল করিম, পিএইচডি। তিনি বলেন, “জুলাই বিপ্লব আমাদের একটি বৈষম্যহীন সমাজ গঠনের পথ দেখিয়েছে। কিন্তু দুঃখজনকভাবে কিছু পদক্ষেপের কারণে এ অর্জন বিতর্কিত করার প্রচেষ্টা চলছে, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা আমাদের তরুণ প্রজন্মকে যুক্তি ও চেতনার মাধ্যমে সেই বিপ্লবের চেতনাকে এগিয়ে নিয়ে যেতে উদ্বুদ্ধ করবো।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোস্তফা হাসান এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির মডারেটর অধ্যাপক ড. মুহাম্মদ নূরুল্লাহ।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন সোশ্যাল ওয়ার্ক ডিবেটিং ক্লাবের মডারেটর ড. বুশরা জামান। সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি নাহিদ হাসান রাসেল এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ইসরাত জাহান।
বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থীসহ অন্যান্য অতিথিবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।