logo

Copyright ©2024 Jagannath University. All Rights Reserved

News

ফার্মেসী বিভাগে ‘জুলাই বিপ্লব ২০২৪’ উদ্‌যাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

  • Published
  • 29 Jul, 2025
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ‘জুলাই বিপ্লব ২০২৪’ বর্ষপূর্তি উপলক্ষে ২৮ জুলাই ২০২৫ ফার্মেসী বিভাগের আয়োজনে “জুলাই বিপ্লব’২৪ ও বৈষম্যহীন বাংলাদেশ: সুযোগ, সমস্যা ও উত্তরণ” শীর্ষক আলোচনা সভা এবং প্রবন্ধ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ও জবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীন। আলোচনা সভায় সভাপতিত্ব করেন ফার্মেসী বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সুকুমার বেপারী। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আয়োজন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ মোশাররফ হোসেন।
আয়োজনের অংশ হিসেবে অনুষ্ঠিত প্রবন্ধ প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন ফার্মেসী বিভাগের জান্নাতুন নাহার ঊর্মি (১০ম ব্যাচ), মো. তৌফিকুর রহমান (১০ম ব্যাচ) এবং এস. এম. রাশেদুর রহমান রাশা (১২তম ব্যাচ)। অনুষ্ঠানের শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
আলোচনা সভায় বিভাগের শিক্ষক, শিক্ষার্থীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। বক্তারা বৈষম্যহীন সমাজ গঠনে 'জুলাই বিপ্লব'-এর তাৎপর্য এবং ভবিষ্যৎ বাংলাদেশ গঠনে তরুণ প্রজন্মের ভূমিকা নিয়ে গুরুত্বারোপ করেন।