logo

Copyright ©2024 Jagannath University. All Rights Reserved

News

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ২য় ক্যাম্পাস প্রকল্পের অগ্রগতি নিয়ে অবগতকরণ সভা অনুষ্ঠিত

  • Published
  • 29 Jul, 2025
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২য় ক্যাম্পাস প্রকল্পের নির্মাণ কাজের বর্তমান অবস্থা ও অগ্রগতি নিয়ে ২৮ জুলাই ২০২৫, সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোঃ রেজাউল করিম, পিএইচডি-এর সভাপতিত্বে এক অবগতকরণ সভা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অফিস কনফারেন্স রুমে আয়োজিত এ সভায় সাংবাদিক, শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সেনাবাহিনী প্রতিনিধির মধ্যে এ প্রকল্পের সর্বশেষ কাজের অগ্রগতি নিয়ে আলোচনা হয়।
কেরানীগঞ্জের সাত একর জমিতে বালু ভরাট, বাণী ভবন ও শহীদ হাবিবুর রহমান ভবনের নির্মাণের সর্বশেষ কাজের অগ্রগতি, দ্বিতীয় ক্যাম্পাসের প্রথম পর্যায়ের কাজের অগ্রগতি নিয়ে উপস্থিত সাংবাদিক ও শিক্ষার্থীদের উত্থাপিত প্রশ্নের উত্তর দেন বিশ্ববিদ্যালয়ের প্রকল্প পরিচালক (অ. দা.) প্রকৌশলী মোঃ আমিরুল ইসলাম এবং বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী মোঃ হেলাল উদ্দিন পাটোয়ারী এবং বাংলাদেশ সেনাবাহিনীর দায়িত্বপ্রাপ্ত (২৫ ইসিবি)’র প্রতিনিধি প্রকল্প কর্মকর্তা মেজর ইয়াছির আরাফাত।
সাংবাদিক ও শিক্ষার্থীরা ঠিকাদার নিয়োগের ক্ষেত্রে দুর্নীতিমুক্ত ও বিগত স্বৈরাচারের সংশ্লিষ্টতামুক্ত ঠিকাদার নিয়োগের ক্ষেত্রে গুরুত্বারোপ করেন। তারা প্রকল্পের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার জন্য প্রশাসনের কাছে তাদের জোরালো বক্তব্য তুলে ধরেন।
ত্রিপক্ষীয় এ অবগতকরণ সভায় উপাচার্য মহোদয় উত্থাপিত দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে সবার সম্মিলিত প্রচেষ্টায় স্বচ্ছতা ও গুণগত মান বজায় রেখে প্রকল্পের প্রথম পর্যায়ের কাজ নির্ধারিত সময়ের (ডিসেম্বর,২০২৬) মধ্যে শেষ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
সভায় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, বিজনেস অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ মঞ্জুর মোরশেদ ভূঁইয়া, প্রকল্প তদারকি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোঃ মোশাররাফ হোসেন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোঃ শেখ গিয়াস উদ্দিন, অর্থ ও হিসাব পরিচালক অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম, ছাত্রী হলের প্রভোস্ট অধ্যাপক ড. আঞ্জুমান আরা, ছাত্র হল-১ এর প্রভোস্ট জনাব মুহাম্মদ আসাদুজ্জামান সাদী, প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক, ছাত্র কল্যাণ পরিচালক রিফাত হাসানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।