জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ‘জুলাই বিপ্লব ২০২৪’-এর বর্ষপূর্তি উদ্যাপন উপলক্ষে ২৯ জুলাই ২০২৫ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের আয়োজনে “জুলাই বিপ্লব’২৪ ও বৈষম্যহীন বাংলাদেশ: সুযোগ, সমস্যা ও উত্তরণ” শীর্ষক আলোচনা সভা ও প্রবন্ধ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি বিভাগের ভার্চুয়াল ক্লাসরুমে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ও জবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীন। আলোচক হিসেবে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোঃ শেখ গিয়াস উদ্দিন এবং সিএসই বিভাগের অধ্যাপক ড. মোঃ আবু লায়েক।
আলোচনায় অংশ নিয়ে “জুলাই বিপ্লব” এর তাৎপর্য, এর পটভূমি এবং একটি বৈষম্যহীন বাংলাদেশের রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। ‘জুলাই যোদ্ধাদের’ মধ্যে জুলাইয়ের স্মৃতি ও অভিজ্ঞতা তুলে ধরেন ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী নূর নবী, পদার্থবিজ্ঞান বিভাগের মেহেদী হাসান প্রভা, আইন বিভাগের মাঈন আল মুবাশ্বির এবং সিএসই বিভাগের মোঃ মাহাবুব আলম।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিএসই বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. উজ্জ্বল কুমার আচার্য্য। অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আয়োজন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিন।
আয়োজনের অংশ হিসেবে অনুষ্ঠিত প্রবন্ধ প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন সিএসই বিভাগের আসিফা আফরোজ (২০তম ব্যাচ), আবরার ফয়সাল (১৯তম ব্যাচ) এবং রেদোয়ানা (১৫তম ব্যাচ)। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।
আলোচনা সভায় বিভাগের শিক্ষক, শিক্ষার্থীসহ অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন।