logo

Copyright ©2024 Jagannath University. All Rights Reserved

News

জবি রোভার স্কাউট গ্রুপের রোভার ইন কাউন্সিল ২০২৫-২৬ কাউন্সিলের দায়িত্ব হস্তান্তর ও বার্ষিক সনদ বিতরণ অনুষ্ঠিত

  • Published
  • 31 Jul, 2025
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) রোভার স্কাউট গ্রুপের রোভার ইন কাউন্সিল ২০২৫-২০২৬ সালের নতুন কাউন্সিলের নিকট দায়িত্ব হস্তান্তর এবং সদস্যদের বার্ষিক সনদপত্র বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানটি বৃহস্পতিবার (৩০ জুলাই) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভবনের কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হয়।
নবগঠিত ২০২৫-২০২৬ কাউন্সিলের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মোঃ মাহবুব হাওলাদার এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মোঃ নাজমুল হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোঃ রেজাউল করিম, পিএইচডি। বক্তব্যে তিনি রোভার স্কাউটদের শৃঙ্খলা, দায়িত্ববোধ ও দেশসেবায় নিয়োজিত থাকার ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, শৃঙ্খলাযুক্ত জীবন খুবই সন্তুষ্টির একটি ক্ষেত্র। এটি অর্জন কঠিন কিছু নয়, বরং ইচ্ছাশক্তিই এর মূল উপাদান। এখন থেকেই যদি এর চর্চা শুরু করা যায়, ভবিষ্যতে সফলতা অর্জন করা সম্ভব।
তিনি আরও বলেন, সারা দেশের মধ্যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবার নিঁখুতভাবে ভর্তি কার্যক্রম সম্পন্ন করে নির্ধারিত সময়ে ক্লাস শুরু করতে পেরেছে, এটি একটি বড় অর্জন। এ সফলতার পেছনে বিশ্ববিদ্যালয় পরিবারের সকলের পাশাপাশি রোভার স্কাউটদের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয় ছিল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের সম্পাদক অধ্যাপক ড. মো. মিন্টু আলী বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক এবং ছাত্রকল্যাণ পরিচালক ড. রিফাত হাসান।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ২০২৪-২৫ কাউন্সিলের সভাপতি মোঃ রিফাত রায়হান। এরপর ২০২৪-২৫ কাউন্সিলের সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসান বার্ষিক কার্যক্রমের প্রতিবেদন উপস্থাপন করেন এবং প্রামাণ্যচিত্র প্রদর্শন করেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন রোভার স্কাউট লিডার অধ্যাপক ড. মোঃ আবু লায়েক, মুহাম্মদ আব্দুস সালাম ও নাহরিন জান্নাত হোসাইন। তাদের বক্তব্যে রোভার স্কাউট সদস্যদের আত্মনিবেদন, নেতৃত্বগুণ ও সমাজসেবামূলক কার্যক্রমের প্রশংসা করা হয়।
বক্তব্য পর্ব শেষে নিবেদিত রোভারদের সনদ বিতরণ করা হয়। পাশাপাশি এসআরএম, কাউন্সিলর ও পিআরএম টাস্কফোর্সের সদস্যদের সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়।