logo

Copyright ©2024 Jagannath University. All Rights Reserved

News

উদ্ভিদবিজ্ঞান বিভাগে ‘জুলাই বিপ্লব ২০২৪’ বিষয়ক আন্তঃব্যাচ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • Published
  • 03 Aug, 2025
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ‘জুলাই বিপ্লব ২০২৪’-এর বর্ষপূর্তি উপলক্ষে ৩১ জুলাই ২০২৫, বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের বোটানি ডিবেটিং ক্লাব কর্তৃক আয়োজিত দুই দিন ব্যাপি জুলাই বিপ্লব আন্তঃব্যাচ বিতর্ক প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় ১৬ তম আবর্তনের টিম "ওফিওগ্লোসাম" এবং রানার্সআপ হয় ১৯ তম আবর্তনের টিম "ইউগ্লেনা"।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন উদ্ভিদবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ও বোটানি ডিবেটিং ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক অধ্যাপক ড. শাহরিয়ার আহম্মদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির মডারেটর অধ্যাপক ড. মুহাম্মদ নূরুল্লাহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বোটানি ডিবেটিং ক্লাবের মডারেটর অধ্যাপক ড.এ.এম.এম. গোলাম আদম ।
অনুষ্ঠানে বিভাগের শিক্ষক, শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট অনেকে উপস্থিত ছিলেন।