জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ‘জুলাই বিপ্লব ২০২৪’-এর বর্ষপূর্তি উপলক্ষে ৩১ জুলাই ২০২৫, বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের উদ্যোগে “জুলাই বিপ্লব ’২৪ ও বৈষম্যহীন বাংলাদেশ: সুযোগ, সমস্যা ও উত্তরণ” শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সানজিদা ফারহানা। এতে সভাপতিত্ব করেন নৃবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক ড. হাবিবা সুলতানা।
ড. ফাতেমা সুলতানা ‘জুলাই গণঅভ্যুত্থান ও “ক্ষতবিক্ষত” আত্মা’ শীর্ষক প্রবন্ধে জুলাই আন্দোলনের প্রেক্ষাপট ও সামাজিক প্রভাব বিশ্লেষণ করেন।
অধ্যাপক ড. সানজিদা ফারহানা তাঁর বক্তব্যে বলেন, জুলাই আন্দোলনকে একটি সাংস্কৃতিক আন্দোলন হিসেবে অনুধাবন করতে হবে। নৃবিজ্ঞানীদের এই বিষয়টি নিয়ে গবেষণা ও আর্কাইভ নির্মাণে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি শিক্ষার্থীদের গণঅভ্যুত্থান সংক্রান্ত তথ্য ও স্মৃতির সংরক্ষণে এগিয়ে আসার আহ্বান জানান।
সেমিনারে আন্দোলনের সময়কার অভিজ্ঞতা তুলে ধরেন বিভাগের শিক্ষার্থী ও জুলাই যোদ্ধা আম্মার বিন আসাদ এবং নবীন শিক্ষার্থী জয়নব।
সেমিনারটি সঞ্চালনা করেন বিভাগের সহকারী অধ্যাপক খন্দকার ফাতেমা জোহরা।
সমাপনী বক্তব্যে বিভাগের সভাপতি অধ্যাপক ড. হাবিবা সুলতানা বলেন, গণঅভ্যুত্থানের সময় আমরা যে মানসিক আঘাতের ভেতর দিয়ে গিয়েছি, তা থেকে উত্তরণের জন্য প্রাতিষ্ঠানিক ও একাডেমিক স্তরে কাজ করার প্রয়োজন রয়েছে। জুলাই আন্দোলনকে গবেষণা ও পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার উদ্যোগ গ্রহণ জরুরি।
সেমিনারে বিভাগের শিক্ষক, শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট অনেকে উপস্থিত ছিলেন।