‘জুলাই বিপ্লব ২০২৪’-এর বর্ষপূর্তি উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের উদ্যোগে ৩১ জুলাই অনুষ্ঠিত হয়েছে সংক্ষিপ্ত আলোচনা, বিতর্ক এবং প্রবন্ধ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান। বিভাগের নিজস্ব মিডিয়া ল্যাবে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ আশরাফুল আলম।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোঃ মোশাররাফ হোসেন। তিনি বলেন, জুলাই বিপ্লব ছিল কোনো একক ব্যক্তির নয়—এটি ছিল সাধারণ জনগণ থেকে শুরু করে সকল স্তরের মানুষের সম্মিলিত গণপ্রতিরোধ। এই বিপ্লবের মূল উদ্দেশ্য ছিল একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠন। আজ বৈষম্য যখন নতুনভাবে সমাজে মাথাচাড়া দিয়ে উঠছে, তখন সাংবাদিকদের নির্ভীক ও সত্যনিষ্ঠ ভূমিকার মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠায় ভূমিকা রাখা অত্যন্ত জরুরি।
এছাড়াও শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এবং ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীন বলেন, জুলাই বিপ্লবের চেতনা সর্বস্তরে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের এ ধরনের উদ্যোগ সময়োপযোগী। যারা স্বাধীনভাবে বাঁচার সুযোগ সৃষ্টি করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাতে হবে। পাশাপাশি সাংবাদিকদের উচিত বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজে প্রচলিত বৈষম্য ও মিথ্যাচার দূর করা।
বিভাগের বিতর্ক সংগঠন এমসিজে ডিবেটিং ক্লাব সহযোগিতায় বিতর্ক প্রতিযোগিতায় আলোচ্য বিষয় ছিল—‘এই সংসদ দৃঢ়ভাবে বিশ্বাস করে জুলাই বিপ্লব ২০২৪ কেবল প্রতিরোধ নয়, বরং পরিবর্তনের ডাক’।
সরকারি দলের পক্ষে অংশগ্রহণ করেন রিফাত হাসান মিথুল, ফারহান সাদিক ও মাহমুদুল হাসান এবং
বিরোধী দলে অংশগ্রহণ করেন মিনহাজুল ইসলাম, রবিউল আওয়াল পারভেজ এবং উম্মে বুশরা মাহাদিয়া।
প্রতিযোগিতায় চতুর্থ সেমিস্টারের শিক্ষার্থী রবিউল আওয়াল পারভেজ শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হন।
এছাড়াও প্রবন্ধ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন এমএসএস শ্রেণির শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান।
অনুষ্ঠানের সমাপ্তি পর্বে বিতর্ক ও প্রবন্ধ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন অতিথিবৃন্দ।