logo

Copyright ©2024 Jagannath University. All Rights Reserved

News

অর্থনীতি বিভাগের উদ্যোগে ‘জুলাই বিপ্লব ২০২৪’ উপলক্ষে সেমিনার, সম্মাননা প্রদান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

  • Published
  • 03 Aug, 2025
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ‘জুলাই বিপ্লব ২০২৪’ উদ্‌যাপন উপলক্ষে (৩১ জুলাই ২০২৫) অর্থনীতি বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে সেমিনার, সম্মাননা প্রদান এবং প্রবন্ধ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান। বিভাগের নিজস্ব বজলুর রহমান মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানটিতে আলোচনা হয়েছে বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন ও বাস্তবতা নিয়ে।
অনুষ্ঠানে অর্থনীতি বিভাগের পক্ষ থেকে ‘জুলাই বিপ্লব ২০২৪’-এ গুরুত্বপূর্ণ অবদানের জন্য দুইজন বর্ষীয়ান শিক্ষক—অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীন এবং অধ্যাপক ড. মোঃ আজম খাঁন—কে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়। এ সম্মাননা তাদের নেতৃত্ব, অংশগ্রহণ এবং মূল্যবান মতামতের স্বীকৃতি হিসেবে প্রদান করা হয়।
সেমিনারে সভাপতিত্ব করেন অর্থনীতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শরীফ মোশাররফ হোসেন।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সহ-সভাপতি ও অর্থনীতি বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক ড. মোঃ আজম খাঁন। তিনি বলেন, জুলাই বিপ্লব ছিল একটি না-পাওয়ার দীর্ঘস্থায়ী বেদনার বিরুদ্ধে উত্তাল প্রতিক্রিয়া—একটি বৈষম্যবিরোধী স্ফুলিঙ্গ বিস্ফোরণ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ও বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীন। তিনি বলেন, শোষণ ও নিপীড়নের বিরুদ্ধে জনগণের ঐক্যবদ্ধ প্রতিরোধই ছিল জুলাই বিপ্লবের মূল চালিকাশক্তি। ফ্যাসিবাদী শাসনামলে অর্থনৈতিক বৈষম্য চরমে পৌঁছেছিল, যার প্রতিক্রিয়া হিসেবেই এই গণজাগরণ। তিনি আরও বলেন, এই বাস্তবতা বিশ্লেষণ এবং এর থেকে উত্তরণের উপায় অনুসন্ধানে অর্থনীতি বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ ধরনের আয়োজন সেই চিন্তা ও গবেষণার পথ তৈরি করে দেয়।
অনুষ্ঠানের শেষ অংশে অনুষ্ঠিত হয় প্রবন্ধ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ। প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন বিভাগের শিক্ষার্থী সুলতানা হাসি।
অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।