‘জুলাই বিপ্লব ২০২৪’-এর বর্ষপূর্তি উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ মার্কেটিং বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান। বিভাগের কনফারেন্স রুমে আয়োজিত এ অনুষ্ঠানে বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিবৃন্দ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীন। তিনি বলেন, জুলাই বিপ্লবকে যেন কেউ পাশ কাটিয়ে না যায়। এই বিপ্লব ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়, যা অবজ্ঞা করার কোনো সুযোগ নেই। যারা আন্দোলনের সময় শিক্ষার্থীদের ন্যায্য দাবির পাশে দাঁড়াননি, তাদের নিজেদের অবস্থান স্পষ্ট করতে হবে। কারণ, জুলাই বিপ্লবকে অস্বীকার করা মানে ন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেওয়া।
মার্কেটিং ডিবেটিং ক্লাবের মডারেটর অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল্লাহ মাহফুজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন উক্ত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ইমরানুল হক।
‘জুলাই আন্দোলন ছিল গণতন্ত্র পুনরুদ্ধারের প্রকৃত সূচনা’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতায় সরকারি দলের পক্ষে অংশগ্রহণ করে বিজয়ী হয় ১৯তম ব্যাচের শিক্ষার্থী সায়েল হোসেন, মেহেরূন ও তাওহীদ আলমগীর।
প্রতিযোগিতায় একই ব্যাচের তাওহীদ আলমগীর শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হন।