জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ‘জুলাই বিপ্লব ২০২৪’ উদ্যাপন উপলক্ষে ৩১ জুলাই ২০২৫-বৃহস্পতিবার আইন বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত হলো “জুলাই বিপ্লব ও ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণ” শীর্ষক সেমিনার, প্রবন্ধ এবং বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান। বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের নিজস্ব শ্রেণিকক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোঃ মোশাররাফ হোসেন। তিনি বলেন, পৃথিবীর ইতিহাসে যখনই কোনো জাতি শাসকের শোষণ ও নিপীড়নের শিকার হয়েছে, তখন সেই শাসক অপমানিত হয়ে পতিত হয়েছে। জুলাই বিপ্লবের মাধ্যমে ঠিক এমনই এক ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটেছিল। এতে রিকশা শ্রমিক, কাঠমিস্ত্রি থেকে শুরু করে বহু সাধারণ মানুষ শহিদ হন। কিন্তু বর্তমানে কেবল দু-একজন শহিদের ত্যাগকেই বড় করে দেখানো হচ্ছে, যা একটি বিভাজনমূলক চর্চা এবং এটি সমাজে বিভক্তি সৃষ্টি করে।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ও জবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীন। তিনি বলেন, রাষ্ট্রের বিচারপ্রক্রিয়ায় জড়িতদের দায়িত্ব অনেক। ফ্যাসিবাদী আমলে বিচার ব্যবস্থার ভয়াবহ অবনতি হয়েছিল। বিচার বিভাগকে কুক্ষিগত করে রাখা হয়েছিল, ন্যায়বিচার ছিল প্রায় অনুপস্থিত। তাই আইন বিভাগের শিক্ষার্থীদের উচিত—বিচার বিভাগকে জনগণের আস্থার প্রতীকে পরিণত করার জন্য কাজ করা। তাহলেই জুলাই বিপ্লবের প্রকৃত সফলতা অর্জিত হবে।
অনুষ্ঠানে আলোচক হিসেবে আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক। তিনি বলেন, চিন্তা ও মননে নয়, বাস্তব রূপান্তরের মধ্য দিয়েই ‘জুলাই’কে চলমান রাখতে হবে। সকল ক্ষেত্রে জবাবদিহিতা প্রতিষ্ঠার মাধ্যমেই একটি অভ্যুত্থান প্রকৃত অর্থে বিপ্লবে রূপ নিতে পারে। এজন্য জবাবদিহিতার কোনো বিকল্প নেই।”
আলোচনা সভায় সভাপতিত্ব করেন আইন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ শহিদুল ইসলাম। স্বাগত বক্তব্য প্রদান করেন অনুষ্ঠান আয়োজক কমিটির আহ্বায়ক সহকারী অধ্যাপক মোঃ গোলাম মোস্তফা হাসান।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে “জুলাই বিপ্লব’২৪ ও বৈষম্যহীন বাংলাদেশ: সুযোগ, সমস্যা ও উত্তরণ” শীর্ষক প্রবন্ধ প্রতিযোগিতা ও বিতর্ক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। প্রবন্ধ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন বিভাগের শিক্ষার্থী ফাবলিহা বিনতে পেয়ার।
বিতর্ক প্রতিযোগিতায় ‘এই সংসদ মনে করে, নয়া রাজনৈতিক বন্দোবস্ত ছাড়া জুলাই গণঅভ্যুত্থান অর্থহীন’ বিষয়টির পক্ষে অংশগ্রহণ করে সরকার দল চ্যাম্পিয়ন হয়। বিজয়ী দলের সদস্যরা হলেন রুমি বেগম, জিহাদ হোসেন ও নাইমুর হোসেন। সেরা বিতার্কিক নির্বাচিত হন রুমি বেগম। আলোচনা ও পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।